মার্চ ২, ২০১৯ - Women Words

Day: মার্চ ২, ২০১৯

গার্মেন্টস্ কর্মীকে গণধর্ষণ : আদালতে স্বীকারোক্তি ২ যুবকের

গার্মেন্টস্ কর্মীকে গণধর্ষণ : আদালতে স্বীকারোক্তি ২ যুবকের

চট্টগ্রামে এক গার্মেন্টস কর্মীকে ৪ যুবকের গণধর্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে দুই যুবক। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের মহানগর হাকিম মো. আল ইমরান খানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত অপর দুই জন আত্মগোপনে রয়েছে। তাদেরকেও গ্রেপ্তারের অভিযান চলছে। সিএমপির সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নেজাম উদ্দীন খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগেরদিন (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে নগরের উত্তর নালাপাড়া একটি বাসায় ওই যুবতীকে জিম্মি করে ৪ যুবক গণধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে সেই তাকে উদ্ধার করে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় দুই যুবককে। গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার হায়দারাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে মো. শাহ আলম ওরফে রাসেল (২০) ও একই জেলার তিতাস থানার শোলো কান্দি বড় বাড়ির শফিকুল ইসলামের ছেলে মো. হানিফ (২০)। সদরঘাট থানার পরি
সুবর্ণচরের ধর্ষিত গৃহবধূর ‘আত্মহত্যা’

সুবর্ণচরের ধর্ষিত গৃহবধূর ‘আত্মহত্যা’

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ধর্ষণের শিকার এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, শুক্রবার রাতে ইউনিয়নের চর মাকসুম গ্রামে ধর্ষণের ঘটনার পর আজ শনিবার সকালে ওই নারী বিষপান করেন। পরে দুপুরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আলাউদ্দিন ঘরে ঢুকে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এর মধ্যে তার স্বামী বাড়িতে এসে পড়লে স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আলাউদ্দিনকে আটক করে। এক পর্যায়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের নুরু মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রাতেই ধর্ষককে মারধর করে ৬০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে সকালে নির্যাতনের শিকার গৃহবধূ বিষ পান করলে তাকে পরিবারের লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে,
সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার ১

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার ১

coফেনীর সোনাগাজীতে ঘরে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক শাহীন মাহমুদ (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার মতিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী ও শাহীনের পরিবার একই এলাকায় ভাড়া থাকে। শাহীন ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। বিষয়টি মেয়ের পরিবার শাহীনের পরিবারকে জানায়। কিন্তু কোনো লাভ হয়নি। শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা তার ছোট বোনকে নিয়ে ওষুধ আনতে সোনাগাজী পৌরশহরে যান। এর কিছুক্ষণ পর শাহীন ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রী তার মাকে সবকিছু জানায়। মেয়েকে নিয়ে ওই ছাত্রীর মা শাহীনের মায়ের কাছে গিয়ে বিচার চাইলে শাহীনের মা বিষয়টি অস্বীকার করে তাদের তাড়িয়ে দেন। এরপর মেয়ের পরিবার সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষ
ছেলের ইচ্ছা পূরণ করতে প্রাণপণ লড়ছেন মা

ছেলের ইচ্ছা পূরণ করতে প্রাণপণ লড়ছেন মা

সুব্রত জানা হাঁটার সময়ও ছেলেকে কোলে নিয়েই থাকেন তিনি। কাঁধে ঝোলানো ব্যাগ। সকালে আট কিলোমিটার হেঁটে যান, ফেরার পথও একই। বাড়ি থেকে ঠিক ওই দূরত্বটা পার করলে ছেলে গিয়ে বসতে পারে পরীক্ষার হলে।  এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়ার রাজাপুর কাঁটাবেড়িয়া গ্রামের শুভজিৎ মালিক। ছোট থেকে ঠিক মতো বেড়ে ওঠেনি তার শরীর। শারীরিক প্রতিবন্ধী ছেলের ভরসা সে কারণে তিনিই। মা কণিকা মালিক অনেকেরই উপেক্ষা, ব্যঙ্গ উড়িয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, ভরসা যোগাচ্ছে ছেলে। অবশ্য লড়াই এখানেই শুরু নয়। এর আগে মায়ের কোলে চড়েই মাধ্যমিক পরীক্ষাও দিয়েছে শুভজিৎ। ২৬৬ নম্বর পেয়ে পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল কলা বিভাগে।  শুভজিতের ইচ্ছা লেখাপড়া শিখে শিক্ষক হওয়ার। ছেলের সেই ইচ্ছা পূরণ করতে প্রাণপণ লড়ছেন কণিকা। পরীক্ষার হলে ছেলেকে বসিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করেন তিনি।  তিনি বলেন, ছে
মাকে হন্যে হয়ে খুঁজছেন মেয়ে

মাকে হন্যে হয়ে খুঁজছেন মেয়ে

মা ছাড়া একান্ত আপন আর কেউ নেই মেয়ের। হারানো মায়ের খোঁজে তাই জেলার অলিগলি রাজপথ ঘুরে খোলা দেওয়ালে পোস্টার লাগিয়ে বেড়াচ্ছেন মেয়ে। প্রিয়াঙ্কা বিশ্বাস বি-টেকের ছাত্রী। বলছেন, ‘‘মা ছাড়া আমার চলবে কি করে বুলন, কারও সঙ্গে কথা বলারও তো কেউ নেই।’’ বাবা আছেন বটে। কিন্তু অসুস্থ বাবা প্রায় বাক-হারা।  পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদার বাসিন্দা দ্বিতীয় বর্ষের ছাত্রীটির সে দিন ছিল চাকরির পরীক্ষা। গিয়েছিলেন সোদপুর। খবরটা এসেছিল তখনই, পড়শিদের ফোনে জানতে পারেন, দুয়ার খুলে বেরিয়ে গিয়েছেন সুনীতি। ঝাউবোনা গ্রামের সুনীতি বলছেন, ‘‘শুনেছিলাম মা গিয়েছেন মামার বাড়ি। তেমনই কথা ছিল। কিন্তু মামার বাড়ি ফোন করে জানলাম যায়নি সেখানে। তা হলে?’’ সেই থেকে হন্যে হয়ে খুঁজে চলেছেন মা’কে। কখনও নওদা কখনও বা বেলডাঙা তো পরের ট্রেনে বহরমপুর এসে পোস্টার দেওয়ার ফাঁকে চোখ ছলছল মেয়ে জানাচ্ছেন, বাবা নেই। দিদি পম্পার বিয়ে হয়ে
গর্ভপাতের আবেদন ধর্ষিত কিশোরীর, অতঃপর…

গর্ভপাতের আবেদন ধর্ষিত কিশোরীর, অতঃপর…

নানির ছেলেবন্ধুর দ্বারা ধর্ষণের শিকার হয় ১১ বছর বয়সী মেয়ে। ১৯ সপ্তাহ পার হওয়ার পর সে জানতে পারে যে সে অন্ত্বঃসত্তা। তৎক্ষণাৎ ওই কিশোরী সিদ্ধান্ত নেয় গর্ভপাতের। আর্জেন্টিনায় কেবল দুই ধরনের ক্ষেত্রে গর্ভপাত করা যায়। প্রথমত, ধর্ষণের শিকার হলে এবং দ্বিতীয়ত মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হলে। স্বাভাবিকভাবেই ওই কিশোরীর গর্ভপাত করাতে চিকিৎসকদের দুঃশ্চিন্তার কারণ ছিল না। তার পরেও চিকিৎসকদের গড়িমসিতে ২৩ সপ্তাহে গড়ায় ওই কিশোরীর গর্ভকাল। কিন্তু ততদিনে গর্ভপাত করানো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। অবশেষে ২৪ সপ্তাহে ওই কিশোরীর পেট কেটে বাচ্চা বের করা হয়। অপরিণত ওই বাচ্চা পেট কেটে বের করার পর শুরু হয়েছে সমালোচনার ঝড়। আর্জেন্টিনার মানবাধিকার কর্মী থেকে শুরু করে নারী অধিকার আদায়ে লড়াইকারীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এমনকি এ নিয়ে মানববন্ধন থেকে শুরু করে বিক্ষোভও হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, ওই কিশোরীর প