কংগ্রেসে যোগ দিলেন ঊর্মিলা মাতণ্ডকর - Women Words

কংগ্রেসে যোগ দিলেন ঊর্মিলা মাতণ্ডকর

রূপালী পর্দার তারকাদের রাজনীতিতে যোগ দেয়ার ধারায় এবার কংগ্রেসে যোগ দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিজেপির শক্ত ঘাঁটি মুম্বাই (উত্তর) আসনে প্রার্থী হতে পারেন ঊর্মিলা। যেখানকার সাংসদ গোপাল শেট্টি।

আজ ২৭ মার্চ বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন ঊর্মিলা। কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে ঊর্মিলার দলে যোগদানের খবর জানানো হয়।

ঊর্মিলা জানালেন, তার পরিবার বরাবরই মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরু ও সর্দার বল্লভভাই পটেলের মতাদর্শে বিশ্বাসী। ফলে তিনি নিজেও সেই মতাদর্শেই বেড়ে উঠেছেন। তার পরিবারের লোকজন শিক্ষকতার সঙ্গে জড়িত থাকলেও ফিল্মে এসেছিলেন তিনি। ফিল্মে এলেও ছেলেবেলা থেকেই ছিলেন সমাজ-সচেতন। সেখান থেকেই রাজনীতিতে আসা।

৪৫ বছর বয়সী অভিনেত্রী ঊর্মিলা বলেন, কেবল ভোটারদের টানার জন্য তারকাদের রাজনীতিতে আনা হয়। অনেকের এমন ধারণা রয়েছে। আমি সেজন্য রাজনীতিতে আসিনি। তাইতো আমার সম্পর্কে এমন ধারণা থাকলে, সেটা ভুল হবে। ‘মাসুম’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু তার। সেটা ১৯৮৩। পরবর্তীতে ১৯৯৫ সালে ঊর্মিলা অভিনীত ‘রঙ্গিলা’ হয়ে যায় ব্লকবাস্টার।

 

এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন-
নির্বাচনে প্রার্থী হচ্ছেন ঊর্মিলা?