দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নারীর মরদেহ! - Women Words

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নারীর মরদেহ!

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে কচুরিপানার ভেতর এক নারীর গলিত মরদেহের সন্ধান পাওয়া গেছে।

আজ ২৬ মার্চ মঙ্গলবার রাজশাহীর বাগমারা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ পরিচয় উদঘাটনের চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার তাহেরপুর বৈরাগী পাড়ার কয়েকজন নারী বারনই নদে গোসল করতে যান। এ সময় ঘাটের আশপাশে তীব্র দুর্গন্ধ পান তাঁরা। একপর্যায়ে গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘাটের পাশে নদের ধারে কচুরিপানার ভেতরে এক নারীর গলিত লাশ দেখতে পান। পরে তাহেরপুর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। দুপুর দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্থান থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করে।

থানা-পুলিশের ভাষ্য, যেভাবে লাশটি পাওয়া গেছে, তাতে ধারণা করা হচ্ছে খুনের পর লাশটি নদীর ধারে কচুরিপানা দিয়ে ঢেকে দিয়েছেন দুর্বৃত্তরা। লাশটি অন্য এলাকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকার কোনো নারী নিখোঁজ হলে বিষয়টি পুলিশকে জানানো হতো কিংবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হতো। তবে তা করা হয়নি। অন্য জায়গাতে খুন করে লাশ এখানে রেখে যাওয়া হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, উদ্ধার করা গলিত লাশ একজন নারীর। তাঁর বয়স ২৫-২৬ হবে। পরনে সালোয়ার কামিজ ও পায়ে স্যান্ডেল ছিল। পচে গলে যাওয়ার কারণে মুখমণ্ডল দেখে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়াও কীভাবে খুন করা হয়েছে বা এখানে লাশ এল কীভাবে, সেটাও জানা সম্ভব হয়নি। প্রায় এক মাস আগের লাশ হবে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। সূত্র- প্রথম আলো