সিলেটে ভূমিকম্প অনুভূত - Women Words

সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেটে মৃদু  ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুমন সাহা জানান, পর্যবেক্ষণে দেখা যাচ্ছে সিলেট থেকে ৪০ কিলোমিটার উত্তরে ভারত-বাংলাদেশ সীমান্তের ডাউকি এলাকা ভূমিকম্পের উৎপত্তিস্থল। ২ দশমিক ৯ মাত্রার এ কম্পন কেবল সিলেটেই অনুভূত হয়েছে। এ ছাড়া কম্পনটি একটি স্টেশনেই রেকর্ড শনাক্ত করা সম্ভব হয়েছে।

সিলেট আবহাওয়া অধিদফতরের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রায় ৪/৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে এ সময় বাড়িঘর কেঁপে ওঠে।

সিলেট নগরের এক বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছোটাছুটি করতে দেখা গেছে।