সাতপাক, ‘কবুল’ ছাড়াই বিয়ে করলেন হিন্দু-মুসলিম যুগল - Women Words

সাতপাক, ‘কবুল’ ছাড়াই বিয়ে করলেন হিন্দু-মুসলিম যুগল

ধর্ম নিযে যখন প্রতিনিয়ত রেশারেশি বাড়ছে, ঠিক এই সময়ে মুসলিম ধর্মাবলম্বী জুনেইদ শেখ ও হিন্দু সম্প্রদায়ের গরিমা যোশীর বিয়ের ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। ‘কবুল’ কিংবা সাতপাক ছাড়াই বিয়ে করেছেন তারা।

দীর্ঘদিন ধরেই একে অপরকে চিনতেন তাঁরা। ভারতে ভিন্ন ধর্মের দুইজন মানুষের মধ্যে বিয়ে নিয়ে ট্যাবু রয়েছে। তাই শুরুতে তারা ভেবেছিলেন তাদের এই ভালোবাসার সম্পর্ক কোন পরিণতি পাবেনা।

কিন্তু ধর্মের জন্য পরিবারের তরফ থেকে কোনও বাধা আসেনি। খুব সহজেই তাঁদের গ্রহণ করেছিল দুই পরিবার। ফলে বিয়ের দিনটিতেও ধর্মকে দূরেই সরিয়ে রাখতে চেয়েছিলেনে এই যুগল।

তাই কোনও ধর্মীয় অনুষ্ঠান ছাড়া, দুই পরিবারের উপস্থিতিতে, দুই সংস্কৃতির মিশেলে ঘরোয়া অনুষ্ঠানে দুই হাত এক হয় জুনেইদ-গরিমার। তাঁদের বিয়ের ট্যাগ লাইন ছিল #ShaikhltWithJosh।।

পার্টিতে ছিল স্পেশাল নাচ, গান, খাবার-দাবারের আয়োজন। পাশাপাশি দুর্দান্ত একটি ফোটোগ্রাফি সেশনেরও আয়োজন করেছিলেন তারা। ফেসবুকে আপলোড করেছেন তাঁদের ওয়েডিং ভিডিওটিও।