মে ৩০, ২০১৭ - Women Words

Day: মে ৩০, ২০১৭

রাধিকা

রাধিকা

রোমেনা লেইস মোবাইলে প্রিং করে শব্দ হলো।মুমু মোবাইল টা টেনে নিলো।ঘুম ঘুম ভাব এসেছিলো মাত্র। 'রাধিকা' ! কী? স্ক্রীনে এই একটা শব্দ দেখে ভাবে এর মানে কী? কে সেন্ড করলো? উঠে বসল। চেক করতে গিয়ে আরও চমকে গেল। এটা ওর ম্যানেজার রায়হান সাহেবের নম্বর । মুমু আনসারী। সোনালী ইনস্যুরেন্স এ কাজ করে আজ দশ বছর। প্রথম পোস্টিং ছিলো চট্টগ্রাম। ওখানে ওর বড় ছেলের পাঁচমাস বয়স যখন তখনই জয়েন করে। ওর হাজবেন্ড তখন চট্টগ্রাম কমার্স কলেজের লেকচারার।একটা ট্রেনিং এ ঢাকায় গিয়েছিলো মুমু চাকরীর দুইবছরের মাথায়। তখনই প্রথম দেখা হয় রায়হানের সাথে। প্রথম দেখার পর কথা হতেই দেখা গেলো রায়হান আর ওর বর মিনহায একই বিশ্ববিদ্যালয়ের এক হলে থাকতো। খুব বন্ধু না হলেও পরস্পর পরিচিত। --মিনহায আর আমি এক হলেই থাকতাম। -তাই? --আপনি কী মন্নুজান হলে ছিলেন ? -না আমি রোকেয়া হল। -- ক্যাম্পাসে আপনাকে কখনো দেখিনি । -আমি ক্লাস করে রিকশা নিয়ে হলে চলে যে
মেয়ে, নি‌জের নিরাপত্তার ব্যূহ নিজেই তৈরী করো

মেয়ে, নি‌জের নিরাপত্তার ব্যূহ নিজেই তৈরী করো

তন্বী ওয়াহাব রাস্তা দিয়ে যাচ্ছি। পাশ দিয়েই রিকশা চলে গেল। ফিল করলাম রিকশা অনেকদূর চলে গেলেও রিকশা যাত্রী অনেক কায়দা করে শরীরকে মুচড়িয়ে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অটোতে বা সিএনজিতে উঠেছেন, চালকের সামনে আয়না দুটো এমনভাবে সেট করা যাতে করে পেছনের নারীযাত্রীর শরীরের কিছু নির্দিষ্ট অংশ দেখা যায়। যার কিনা রাস্তার চাইতে আয়নার দিকেই সমস্ত মনোযোগ আটকে রয়েছে। এরকম আরো কয়েকশত উদাহরণ দেয়া যাবে। আর এগুলো একটা মেয়ের জন্য নিত্যদিনকার ঘটনা। যাকে ছুঁয়ে না, ধরে না, প্রতিনিয়ত চোখ দিয়ে ধর্ষিত হতে হয়। আচ্ছা বলুন তো এই উৎকট, বিবেকবর্জিত মানুষরূপী জন্তুগুলোর জন্য কি কোন চিড়িয়াখানা রয়েছে? আপনি হয়তো বলতে পারেন, আরে ওই মেয়েতো পর্দা করে নাই। ওরে যে সত্যি সত্যি ধর্ষণ করে নাই এটা ওর কপাল। ধর্ষণ নামক একটা জঘন্য ক্রাইমকে যদি আপনি ধর্মীয় বিধি-নিষেধ দিয়ে জাস্টিফাইড করতে চান তাহলে আপনাকে গিলোটিনে শিরোচ্ছেদ করে মেরে ফেল