মে ১৫, ২০১৭ - Women Words

Day: মে ১৫, ২০১৭

মিস যুক্তরাষ্ট্র হলেন শ্যামা সুন্দরী

মিস যুক্তরাষ্ট্র হলেন শ্যামা সুন্দরী

এবারের মিস যুক্তরাষ্ট্র হয়েছেন শ্যাম বরর্ণের কারা মেকালখ। যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে গতকাল রোববার অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা   আফ্রিকান-আমেরিকান কারা মেকালখ মিস যুক্তরাষ্ট্র হিসেবে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন। এএফপির খবরে বলা হয়েছে, ২৫ বছর বয়সী কারা যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনে রসায়নবিদ হিসেবে কর্মরত আছেন। কারার জন্ম ইতালিতে। এরপর তিনি পরিবারের সঙ্গে জাপান, দক্ষিণ কোরিয়া ও হাওয়াইতে বাস করেছেন। তাঁর বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। প্রতিযোগিতার মঞ্চে তিনি বলেন, ‘আমরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ করি। এ ছাড়া শিশুদের জন্য ব্যক্তিগত উদ্যোগে কমিউনিটিভিত্তিক বিজ্ঞানচর্চার সঙ্গে আমি যুক্ত।’ মিস যুক্তরাষ্ট্র হিসেবে তিনি শিশু ও নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতশাস্ত্রের মতো ক্ষেত্রগুলোতে যুক্ত হওয়ার ব্যাপারে সাহস ও অনুপ্র
সাবেক প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা

সাবেক প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা

সাবেক প্রেমিকাকে অপহরণ করে ধর্ষণের পর হত্যার হত্যার ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। হরিয়ানা রাজ্যের পুলিশ গতকাল রোববার জানায়, ২৩ বছর বয়সী সুমিত বন্ধুদের সঙ্গে নিয়ে তাঁর সাবেক প্রেমিকাকে অপহরণ করেন। তাঁকে ধর্ষণ করার পর ইট দিয়ে মাথায় আঘাত করে পরে গাড়িচাপা দেওয়া হয়। মেয়েটির মৃতদেহ এক শিল্প এলাকার আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। স্থানীয় এক বাসিন্দা চার দিন পর কয়েকটি কুকুরকে মানুষের দেহাবশেষ খেতে দেখলে মেয়েটির লাশের খোঁজ মেলে। হরিয়ানার সোনিপাত শহর পুলিশের মুখপাত্র জগজিৎ সিং বলেন, আমরা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। হত্যাকাণ্ডের শিকার নারী সুমিতকে বিয়ে করতে রাজি হননি। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ওই ঘটনা ঘটান। এ ঘটনার তীব্র নিন্দা করেছেন নারী ও মানবাধিকারকর্মী এবং রাজনৈতিক নেতারা । কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও শনিবার রাতে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।