নিজের মৃত্যুমুহূর্ত ক্যামেরাবন্দি করে গেলেন নারী আলোকচিত্রী - Women Words

নিজের মৃত্যুমুহূর্ত ক্যামেরাবন্দি করে গেলেন নারী আলোকচিত্রী

আফগানিস্তানে এক বিস্ফোরণে নিহত হওয়ার ঠিক আগ মুহূর্তটি ক্যামেরাবন্দি করে গেছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন নারী আলোকচিত্রী। ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। ২০১৩ সালের ২ জুলাই প্রশিক্ষণের সময় একটি মর্টার শেল বিস্ফোরিত হলে ২২ বছর বয়সী এই আলোকচিত্রী হিলডা ক্লেটন এবং চার আফগান সৈনিক নিহত হন।

Hilda Clayton 02 Women wordsলাগমান প্রদেশে ওই দুর্ঘটনার মুহূর্তটি ক্লেটনের ক্যামেরায় ধরা পড়ে, যা এতদিন পর যুক্তরাষ্ট্রের মিলিটারি রিভিউ ম্যাগাজিনে প্রকাশ করা হয়েছে। যে আফগান সৈনিককে হিলডা ক্লেটন প্রশিক্ষণ দিচ্ছিলেন, তার ক্যামেরার একটি ছবিও প্রকাশ করা হয়েছে। সেই আফগানও বিস্ফোরণে নিহত হন।

বিবিসি জানিয়েছে, জর্জিয়া রাজ্যের মেয়ে ক্লেটন ছিলেন সেনাবাহিনীর ভিজুয়াল ইনফরমেশন স্পেশালিষ্ট। তার পরিবারের অনুমতি নিয়েই ওই ছবি প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এই গুণী আলোকচিত্রির সম্মানে একটি আলোকচিত্র পুরস্কার চালু করেছে হিলডা ক্লেটনের নামে।