প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় নিয়ে যা বললেন হিলারি - Women Words

প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় নিয়ে যা বললেন হিলারি

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের দায় একান্ত তাঁর। তবে পরাজয়ের জন্য নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক জেমস কোমির কাছের চিঠি ও নারীবিদ্বেষকেও দায়ী করেন তিনি।

নিউ ইয়র্কে গতকাল মঙ্গলবার  ‘উইমেন ফর উইমেন’ শীর্ষক সিএনএনের অনুষ্ঠানে হিলারি এসব কথা বলেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি বলেন, ‘আমি প্রার্থী ছিলাম, আমি ব্যালটে ছিলাম। প্রতিবন্ধকতা, নানা সমস্যা, ঘাটতির ব্যাপারে আমি ওয়াকিবহাল ছিলাম। ভালো প্রচারাভিযানের কোনো বিষয় ছিল না। এ রকম বিষয় নেই। তবে জেমস কোমির চিঠি, রাশিয়ার উইকিলিকস ফাঁস- এগুলোর মিলিত ফলে মানুষের মনে সন্দেহ তৈরি হয়, যারা আমাকেই ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এর আগ পর্যন্ত আমি জয়ের পথেই ছিলাম। ‘

নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং দেশটির চরদের সঙ্গে ট্রাম্পের লোকজনের যোগাযোগের বিষয়গুলো এখন তদন্ত করছে এফবিআই। এ ছাড়া পার্লামেন্টের সিনেট ও প্রতিনিধি পরিষদের ইনটেলিজেন্স কমিটি পৃথক তদন্ত পরিচালনা করছে।

হিলারি ক্লিনটন বলেন, ‘ওই হস্তক্ষেপের প্রমাণ অত্যন্ত জোরালো, বিশ্বাসযোগ্য। ‘
নারীবিদ্বেষ কোনোভাবে পরাজয়ে প্রভাব ফেলেছে কি না- জানতে চাইলে হিলারি বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় এটা একটা ভূমিকা রেখেছে। অন্য বিষয়গুলোর ভূমিকা আছে। ‘ তিনি বলেন, ‘নারীবিদ্বেষ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনের সার্বিক চিত্র। মনে রাখবেন, প্রতিপক্ষের চেয়ে আমি ৩০ লাখের বেশি ভোট পেয়েছি।

সূত্র ; সিএনএন, কালের কন্ঠ