এপ্রিল ১৯, ২০১৭ - Women Words

Day: এপ্রিল ১৯, ২০১৭

অনন্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ২১ নারী পুলিশ

অনন্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ২১ নারী পুলিশ

‘বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড-২০১৭’ পাচ্ছেন ২১ নারী পুলিশ সদস্য ও দুটি প্রতিষ্ঠান। কর্মক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এ পুরস্কার দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পুলিশ সদর দফতর জানায়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছর কর্মক্ষেত্রে নারী পুলিশের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। এবার ২১ নারী পুলিশের পাশাপাশি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ককে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি ও স্বর
নারীদের মোটরসাইকেল চালানোর ১০ টিপস

নারীদের মোটরসাইকেল চালানোর ১০ টিপস

মোটরসাইকেল চালাতে অনেকেই পছন্দ করেন। কিন্তু বিপদজনকভাবে চালানোর ফলে কখনও কখনও ঘটে বড় ধরনের দুর্ঘটনা, কিংবা হারাতে হয় প্রাণ। মেয়েদের মোটরসাইকেল চালানোর ১০টি নিরাপত্তা টিপস: ১. স্বাচ্ছন্দ্য মত চালানো: যেকোন মোটরসাইকেল নির্বাচন করার আগে দেখতে হবে, আপনি তা চালাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন কিনা। এই ব্যাপারটিকে অনেক মেয়েই পাত্তা দেয় না, তারা যেকোনো একটা মোটরসাইকেল কিনে ফেলে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে, তারা তাদের পছন্দকৃত মোটরসাইকেলটি চালাতে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করছে না। আর যে মোটরসাইকেলটিতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন না, সেটি ব্যবহার করার ক্ষেত্রে আপনার আত্নবিশ্বাস অনেক কম থাকবে। তখন যেকোনো ভ্রমণ আপনার কাছে বিরক্তিকর মনে হবে। নিজেকে জিজ্ঞেস করুন কোন মোটরসাইকেলটিতে আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন যেমন, ট্যুরিং, স্পোর্টস, অফ, রোড, এন্ডুরো। বেছে নিন আপনার পছন্দের মোটরসাইকেলটি। ২, আরামদায়ক পোশাক
নারী- ৪র্থ পর্ব

নারী- ৪র্থ পর্ব

  মোস্তাক আহমেদ 'যৈবতী' উতলা মন তোমার সারমর্ম তুমিই বুঝনা এখন। কি চাও তুমি? কেন চাও? একাগ্র স্নান শেষে আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে সিঁথি কাটো চুলে; আনমনে ভাবো কিছু? কি যেন দোলা দিয়ে যায় নবীনা বসন্তের মত, সবুজ ধানক্ষেতে ঝিরিঝিরি বাতাসের মত, দীঘির জলে ঝরে পড়া একফোঁটা বৃষ্টির মত। নিজ অঙ্গ নি:সৃত কস্তুরী ঘ্রাণে দিশেহারা হও তুমি মায়ামৃগের মত; ভালোলাগে ফুল সন্ধ্যামালতী, চাঁপা, জুঁই ভালোলাগে দিগন্তজুড়া মেঘ অনন্ত অসীম নীল অম্বর ভালোলাগে একলা একা সন্ধ্যাতারা কালপুরুষ, সপ্তর্ষি অথবা নক্ষত্রবীথির সাতলরী হার ভালোলাগে অকারণ শিহরণ জানালার ফাঁক দিয়ে গলে পড়া জোছনার অনাবিল লাবন্য। বাইরের অচেনা পৃথিবী অবলোকনের স্বপ্ন দেখো তুমি বালিশে মুখ গুজে উতল আবেশে। হাতছানি দেয় নতুন বিষ্ময়; যখন চৌকাঠ মাড়িয়ে উঠোনে চরণ রাখো তুমি চিরচেনা বিশ্বাসে লু হাওয়া এসে গায়ে লাগে জানান দেয় তু