এপ্রিল ৩, ২০১৭ - Women Words

Day: এপ্রিল ৩, ২০১৭

রাশিয়ায় পাতাল রেল বিস্ফোরণে নিহত ১০

রাশিয়ায় পাতাল রেল বিস্ফোরণে নিহত ১০

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের দুটি পাতাল রেল স্টেশনে বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। রাশিয়ার দ্য তাস এবং ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়, সেন্নায়া প্লোসচাদ রেলওয়ে স্টেশনে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা পৌঁছে গেছেন। আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আটটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। বিস্ফোরণের ঘটনার পর আশপাশের তিনটি মেট্রো রেলওয়ে স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, শহরের দুটো পাতাল রেল স্টেশনে দুটো রেল কামরায় বিস্ফোরণ হয়েছে। বিবিসি জানিয়েছে,  সেখানে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটো স্টেশনই শহরের কেন্দ্রে অবস্থিত। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস
আতিয়া মহল থেকে বের করা হলো দুই জঙ্গির লাশ

আতিয়া মহল থেকে বের করা হলো দুই জঙ্গির লাশ

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহল থেকে নিহত দুই জঙ্গির লাশ আজ সোমবার বিকেলে উদ্ধার করা হয়েছে। জঙ্গিবিরোধী অভিযান শেষ করার পাঁচ দিন পর লাশগুলো উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গত ২৮ মার্চ আতিয়া মহলে জঙ্গি বিরোধী এ অভিযান শেষ হয়। ওইদিন দিন এক নারী জঙ্গিসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছিল। তখন সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানিয়েছিল, ভেতরে আরও দুটি লাশ পড়ে আছে। আজ র‌্যাব এর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল আতিয়া মহল থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। বিকেল সাড়ে পাঁচটায় র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. আজাদ আহমদ পাঠানপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অপারেশন টোয়াইলাইট শেষ হওয়ার পর আতিয়া ভবনে দুটি লাশ ও অবিষ্ফোরিত বিষ্ফোরক রয়ে গিয়েছিল। মৌলভীবাজারে জঙ্গি বিরোধী অভিযানের কারণে এই কাজ শুরু করা যাচ্ছিল না। স্বররাষ্ট্র মন্
সিনেমায় ধর্ষণের দৃশ্য নিষিদ্ধ

সিনেমায় ধর্ষণের দৃশ্য নিষিদ্ধ

চলচ্চিত্রে ধর্ষণের ছবি বা দৃশ্য দেখানো যাবে না বলে এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা বাড়ে, এমন দৃশ্যসহ সংলাপে কুরুচিপূর্ণ শব্দ নিষিদ্ধ করে নতুন নীতিমালা অনুমোদন করেছে সরকার। আজ সোমবার ‘বাংলাদেশ চলচ্চিত্র নীতিমালা-২০১৭’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ করতে ২০টি উদ্দেশ্য সামনে রেখে এ আইন করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ  সচিব বলেন, ‘খসড়া আইনে বলা হয়েছে, চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের আসল চেতনার প্রতিফলন, ভাষা ও সংস্কৃতির প্রতিফলন, দেশপ্রেমের প্রয়াস থাকতে হবে। এছাড়া সব ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ধর্ষণের ছবি বা দৃশ্য না দেখানো, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বাড়ে এমন ধরনের দৃশ্য না দেখানো, সংলাপে কুরুচিপূর্ণ শব্দ বাদ দেওয়ার বিধান রাখা হয়েছে।’ চলচ্চিত্র আমদানি-রফতানির জন্য তথ্য মন্ত্রণালয়ের একজন অতি
মেয়র আরিফুলকে সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

মেয়র আরিফুলকে সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। বরখাস্তের আদেশের বিরুদ্ধে আজ রিট করেন মেয়র আরিফুল হক চৌধুরী। তাঁর আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের করা রিট আবেদনটির শুনানি শেষে এ আদেশ দেন উচ্চ আদালত। উচ্চ আদালতের ছাড়পত্র নিয়ে মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার তিন ঘণ্টার মধ্যে গতকাল রোববার আরিফুলকে ফের সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেয় সরকার। বরখাস্তের আদেশে বলা হয়, গত ২২ মার্চ আরিফুলের বিরুদ্ধে একটি মামলায় সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হয়। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় দুই বছর পর উচ্চ আদালতের নির্দেশে আরিফুল বেলা ১১টা টার দিকে নগর ভবনে যান।
১০ এপ্রিল ঐশীকে হাইকোর্টে হাজির করার নির্দেশ

১০ এপ্রিল ঐশীকে হাইকোর্টে হাজির করার নির্দেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী রহমানকে আগামী ১০ এপ্রিল হাজির করতে বলেছেন হাইকোর্ট। তার মানসিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে আইজিকে (প্রিজন) এ নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ঐশীর ডেথ রেফারেন্সের শুনানি চলাকালে এ আদেশ দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ডেথ রেফারেন্সের এ শুনানি চলছে গত ১২ মার্চ থেকে । আদালতে রাষ্ট্রপক্ষে পেপারবুক থেকে উপস্থাপন করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে ২০১৩ সালের ১৬ আগস্ট পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পরদিন ঐশী গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন। ২০১৪ সালের ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর আবুয়াল খায়ের মাতুব্বর ঢাকার সিএমএম আদালতে ঐশীসহ ৪
জীবন যখন যেমন

জীবন যখন যেমন

রোমেনা লেইস অভিজ্ঞতাটা শেয়ার না করে পারছি না। আমি আর আমার হাজবেন্ড রিলাক্স মুডে জ্যাকসন হাইটস্ এর প্রিমিয়ামে খেতে এসেছি।সাতটা পার হয়ে গেছে।দুই চক্কর দেয়ার পর জুৎসই একটা পার্কিং পাওয়া গেল। Fire hydrant থেকে আট ফিট দূরে ।বার কয়েক চেক করে সব ঠিকঠাক দেখে আমরা সুন্দর একটা টেবিল বেছে নিয়ে বসে পড়লাম।মনমত খাবার অর্ডার দিয়ে বসে কতো কী গল্প করছি।খাবার দিয়ে গেলে বেশ মজা করে খেলাম।তারপর চা নিলাম।এদের চা খুব ভালো বানায়। আয়েশ করে চা খেয়ে বিল আনতে বললাম ।বিল পরিশোধ করে মিষ্টি নিলাম বাসায় নেয়ার জন্য ।ওখান থেকে বের হয়ে মান্নান গ্রোসারী থেকে আরো কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করলাম আর কিনলাম 'প্রথম আলো'। এরপর আমরা যেখানে গাড়ি পার্ক করা আছে সেখানে গেলাম। কিন্তু আমাদের গাড়ি কই?গাড়ি নাই।মনে হচ্ছে যাদুমন্ত্র বলে ভেনিস হয়ে গেছে গাড়ি। আমার হাজবেন্ড বললো -চুরি হয়ে গেলো নাকি? -নাকি টো করে নিয়ে গেল। গাড়ি নাই। সাথে স