এপ্রিল ১১, ২০১৭ - Women Words

Day: এপ্রিল ১১, ২০১৭

‘নারীদের আর্থিক ক্ষমতায়নে ২৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ’

‘নারীদের আর্থিক ক্ষমতায়নে ২৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ’

নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্যে সরকার ২৫০ কোটি টাকার ইনকাম জেনারেটিং একটিভিটি (আইজিএ) প্রকল্প গ্রহণ করেছে। এই মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মঙ্গলবার কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত জাতীয় মহিলা সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে দেশের সবকয়টি উপজেলায় নারীদেরকে প্রায় ১৮টি ট্রেডে ফ্রি প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান করা হবে। এ ছাড়াও সরকার আরও কিছু নতুন প্রকল্প গ্রহণ করে দেশের প্রায় দুই কোটি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গ্রামীণ দরিদ্র নারীদের একমাত্র ভরসা। এদেশে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব ও কার্যক্রম সারাবিশ্বে আজ প্রসংশিত হচ্ছে। নারীর ক্ষমতায়ন আজ একটি বি
এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতির সঞ্চার করেছে: প্রধানমন্ত্রী

এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতির সঞ্চার করেছে: প্রধানমন্ত্রী

ভারত সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পারস্পরিক সহযোগিতা-বিশ্বস্ততা-বন্ধুত্বের বহুমুখী সম্পর্ক এই সফরের মাধ্যমে আরও সুসংহত হয়েছে। ভারত সফর নিয়ে আজ মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশ সরকার বাস্তবঘনিষ্ঠ উদ্ভাবনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায়, যা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও কর্মসংস্থান নিশ্চিত করবে। আমি নিশ্চিত একসঙ্গে কাজ করলে এ অঞ্চলের মানুষের জীবন আমরা বদলে দিতে পারব। ' তিনি আরও বলেন, 'বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ তাৎপর্য বহন করে এবং বর্তমানে তা এক বিশেষ উচ্চতায় উন্নীত হয়েছে। সামগ্রিকভাবে এ সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে। পারস্পরিক সহযোগিতা-ব
অপুর সঙ্গে থাকতে চাইছেন শাকিব

অপুর সঙ্গে থাকতে চাইছেন শাকিব

অবশেষে শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগছে। আজ মঙ্গলবার দুপুরে শাকিব জানান, গতকাল মেজাজ খুব খারাপ ছিল বলে অনেক কথাই হয়তো বলেছি। কিন্তু এখন উপলব্ধি করছি, যা–ই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান। আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে।’ শাকিব খান আরও বলেন, ‘গতকাল হঠাৎ করেই আমার সন্তানকে টেলিভিশনে তাঁর মায়ের সঙ্গে এভাবে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তাঁর প্রতি অভিমান হয়েছিল। তা ছাড়া সন্তানসহ ওকে টেলিভিশনে দেখার পর থেকে আমার কাছে অনেক ফোন আসা শুরু করে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’ শাকিব খান বলেন, ‘অপু আমার সন্তানের মা, আমরা একসঙ্গে ছিলাম। খুব ভালোই ছিলাম। তিন দিন আগেও তো একসঙ্গে ঘোরাঘুরি করেছি। আমরা তো ভালোই ছিলাম। ভবিষ্যতেও আমি আমার সন্তানের মাকে নিয়ে ভালোভাবেই থাকব।’ সূত্র: প্রথম আলো    
গৃহবধূকে ধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

গৃহবধূকে ধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণ মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্তি জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন নাছির উদ্দিন, মহিন হোসেন, বাহার ও মাসুদ আলম। তাদের মধ্যে মাসুদ পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্ত সবার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার রশিদপুর গ্রামে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল বাশার বলেন, ২০১৩ সালের ১৮ আগস্ট রাতে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে এক গৃহবধূকে তুলে নিয়ে পাশের বাগানে দলবেঁধে ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন সদর থানায় ওই চারজনের নামে মামলা করেন গৃহবধূ। পুলিশ ওই বছরই ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। সূত্র: বিডিনিউজ২৪
কোরানে তিন তালাক বলে কিছু নেই: ভারতের উপরাষ্ট্রপতির স্ত্রী

কোরানে তিন তালাক বলে কিছু নেই: ভারতের উপরাষ্ট্রপতির স্ত্রী

তিন বার তালাক বললেই বিবাহ বিচ্ছেদ হয় না। কোরানে কোথাও তিন তালাক প্রথার কথা লেখা নেই। ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি এই মন্তব্য করেছেন। নিজেদের সংশয় দূর করে নেওয়ার জন্য মুসলিম মহিলাদের কোরান পড়ে দেখার পরামর্শও দিয়েছেন তিনি। তিনি বলেছেন, কোরানটা আরবিতে পড়ুন, অনুবাদে নয়। মৌলানারা যা বলছেন, তাই মেনে নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন সালমা। আলিগড়ে আল নুর চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত একটি মাদ্রাসার অনুষ্ঠানে শনিবার তিনি তিন তালাক প্রথার বিরুদ্ধে মুখ খোলেন। তিনি বলেন, কোরানে তিন তালাক বলে কিছুই নেই এবং ভারতের মহিলাদের বিভ্রান্ত করা হচ্ছে। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতাতেও তিন তালাক প্রথার বিরুদ্ধে সরব হয়েছেন উপরাষ্ট্রপতির স্ত্রী। তিনি বলেছেন, কোনও এক জন তালাক, তালাক, তালাক বলে দিল বলেই তালাক হতে পারে না। এটা তৈরি করা হয়েছে। এমন একটা সময়ে উপরাষ্ট্রপতির স্