মার্চ ২৮, ২০১৭ - Women Words

Day: মার্চ ২৮, ২০১৭

অপারেশনের প্রথম পর্বটি ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ, অভিযান সমাপ্ত: সেনাবাহিনী

অপারেশনের প্রথম পর্বটি ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ, অভিযান সমাপ্ত: সেনাবাহিনী

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারাকমান্ডোদের পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইট’ আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় শহরতলির বটেশ্বরস্থ জালালাবাদ সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন সেনা সদর দপ্তরের প্রতিনিধি এবং সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফখরুল আহসান। তিনি বলেন, অপারেশনের প্রথম পর্বটি ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কমান্ডোরা তাদের জীবন বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সাথে অভিনব কৌশল অবলম্বন করে ২৫ মার্চ আনুমানিক দুপুর ১টার মধ্যে ৩০ জন পুরুষ, ২৭জন নারী ও ২১জন শিশুসহ মোট ৭৮জনকে নিরাপদে উদ্ধার করে। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও দেশবাসীর দোয়ায় এই পর্বটি অত্যন্ত সফলভাবে শেষ হয়। এই সময় বৈরি আবহাওয়া অপারেশন সফলভাবে শেষ হওয়ার জন্য বিশেষ নিয়ামক হিসেবে কাজ করে। তবে নিচতলার উদ্ধার কাজ ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কমান্ডো সদস্যরা অত্য
আতিয়া মহলে শাবির শিক্ষার্থীদের বানানো ড্রোন

আতিয়া মহলে শাবির শিক্ষার্থীদের বানানো ড্রোন

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করতে ড্রোনের ব্যবহার করছে সেনাবাহিনী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের বানানো ড্রোনের সাহায্যে মঙ্গলবার আতিয়া মহলের ভেতরের ছবি তোলা হয়।  অভিযান সংশ্লিষ্ট সেনাবাহিনীর একটি  সূত্র একথা জানিয়েছে। ওই সূত্র আরও জানায়, সেনাবাহিনীর নিজস্ব ড্রোন থাকলেও তারা সিলেটের শাবি’র শিক্ষার্থীদের বানানো ড্রোন এ কাজে ব্যবহার করছে। বাড়ির ভেতরে কোথায় বিস্ফোরক রয়েছে তা খুঁজে বের করতে এবং শনাক্ত করতে ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোন ছাড়াও বিস্ফোরক শনাক্ত করতে অন্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনী আগেই জানিয়েছে, বাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক রয়েছে। তাই তাদের সাবধানে অভিযান চালাতে গিয়ে সময় বেশি লাগছে। এদিকে, আতিয়া মহলে অভিযানের আজ পঞ্চম দিন। এখন পর্যন্ত সেখান থেকে চারটি বিস্ফোরকের শব্দ শ
বোকো হারামের কবলে এখনও ১৯৫ ছাত্রী

বোকো হারামের কবলে এখনও ১৯৫ ছাত্রী

বোকো হারাম জঙ্গি গোষ্ঠী ২০১৪ সালে নাইজেরিয়ার বার্নো রাজ্যের চিবক শহরের একটি সরকারি স্কুলে হামলা চালায় । বন্দুকের মুখে জোর করে অপহরণ করে অসংখ্য ছাত্রীকে। তিন মাসের মধ্যে ৫৭ জন এবং গত বছর আরও ২১ জন ছাত্রী জঙ্গিদের ডেরা থেকে পালিয়ে আসলেও বোকো হারামের কবলে এখনও আটকে রয়েছেন অন্তত ১৯৫ জন। আর পালিয়ে আসাদের বেশ কয়েকজন ছিল গর্ভবতী। আগামী মাসে ওই ভয়াবহ ঘটনার তিন বছর পূর্তি। সম্প্রতি দুবাইতে এ বিষয় নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছিল আন্তর্জাতিক একটি সংগঠন। কোনো ভাবে জঙ্গিদের কবল থেকে পালিয়ে আসা সায়া জানালেন তার অভিজ্ঞতার কথা। নিজের পরিচয় গোপন রাখতে আসল নাম আর ব্যবহার করেন না। ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় কোনো মতে জঙ্গিদের চোখ ফাকি দিয়ে চলন্ত ট্রাক থেকে নেমে পড়েছিলেন সায়া ও তাঁর আরও কয়েক জন বান্ধবী। তারপর গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গা ঢাকা দিয়েছিলেন গোটা রাত। যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারত, এমনকী মৃত্
কমান্ডোদের জন্য আমরা গর্ব অনুভব করছি: সেনাবাহিনী

কমান্ডোদের জন্য আমরা গর্ব অনুভব করছি: সেনাবাহিনী

সেনা সদরদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, গত তিনদিন ধরে ১৭ পদাতিক ডিভিশনের নেতৃত্বে আমাদের কমান্ডো সদস্যরা এই অভিযান পরিচালনা করছে। কমান্ডোরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে তাদের জন্য আমরা সকলেই গর্বিত। বিশেষ করে আপনারা সবাই তাদের জন্য গর্ববোধ করতে পারেন। দেশবাসীর দোয়ায় এখন পর্যন্ত আমাদের নিজেদের কোন ক্ষয়ক্ষতি ছাড়া খুব সুন্দর ও সফলভাবে এই অভিযান চলেছে।’ সিলেট নগরের শিববাড়ি এলাকার আতিয়া মহলে চলমান সেনা অভিযান নিয়ে প্রেস ব্রিফিং এ এ কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল। গতকাল রাত সাড়ে ৭টায় ঘটনাস্থলের অদূরে পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ এব্রিফিং অনুষ্ঠিত হয়।    তিনি বলেন, এই অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। তবে এরা শীর্ষ পর্যায়ের কোনো জঙ্গি কি-না সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বর্তমানে ওই ভবনের ভেতর