মার্চ ২৯, ২০১৭ - Women Words

Day: মার্চ ২৯, ২০১৭

কবি মন্দাক্রান্তাকে গণধর্ষণের হুমকি!

কবি মন্দাক্রান্তাকে গণধর্ষণের হুমকি!

কবিতা লেখার দায়ে কলকাতায় কবি শ্রীজাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর এবার কবি মন্দাক্রান্তা সেনকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। আজ বুধবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন কবি মন্দাক্রান্তা সেন। কবি শ্রীজাতের সেই কবিতাটির প্রশংসা করায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মন্দাক্রান্তাকে এই হুমকি দেওয়া হলো। মন্দাক্রান্তা সেন বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে ফেসবুক পেজ দেখেই আমি আঁতকে উঠেছি। দেখি, সেখানে আমাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর আমার আইনজীবী দ্রুত কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ করেছেন। আমি একজন মুক্তচিন্তার কবি। গত কয়েক দিন থেকেই ফেসবুকে আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এ ধরনের হুমকি পাওয়ার পর অভিযোগ দায়ের করা আমার দায়িত্ব।’ মন্দাক্রান্তা সেন বলেন, কবি শ্রীজাতের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই এই হ
মৌলভীবাজারের দুই আস্তানায় ১৫ জনের মতো জঙ্গি রয়েছে

মৌলভীবাজারের দুই আস্তানায় ১৫ জনের মতো জঙ্গি রয়েছে

জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারে দুইটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সিটিটিসি এর ডিসি মহিবুল ইসলাম খান জানান, দুই জঙ্গি আস্তানার একটিতে আট থেকে ১০ জঙ্গি এবং আরেকটিতে চার থেকে পাঁচ জঙ্গি রয়েছে।   মহিবুল বলেন, আমরা (সিটিটিসির সদস্যরা) পুলিশের সহায়তায় মঙ্গলবার রাত থেকে বাড়ি দুটি ঘেরাও করে রেখেছি। জঙ্গিরা আমাদের ওপর গ্রেনেড ছুড়েছে, আমরাও গুলি চালিয়েছি। সোয়াত (কাউন্টার টেরোরিজমের বিশেষ ইউনিট) আসলে অভিযান চালানো হবে। ঢাকা থেকে সোয়াত টিম রওনা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন রয়েছে। উল্লেখ্য জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোর
রাজশাহীতে ছাত্রীনিবাসে বিদেশিনীর মরদেহ

রাজশাহীতে ছাত্রীনিবাসে বিদেশিনীর মরদেহ

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রীনিবাস থেকে এক বিদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাউধা আথিফ (২০) নামের এই তরুণী হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বুধবার বেলা ১১টার দিকে নগরীর শাহমখদুম থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিনি মালদ্বীপের নাগরিক মোহাম্মদ আথিফের মেয়ে। তিনি পেশায় একজন চিকিৎসক। তাঁর মা আমিনাথ মুহারমিমাথ একজন মানবসম্পদ কর্মকর্তা। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ছাত্রীনিবাসের ২০৯ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ওসি আরও বলেন, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। কিন্তু ছাত্রীনিবাস কর্তৃপক্ষ তা টের পান সকালে। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগে
কলকাতায় ইভটিজিংয়ের শিকার হলেন নারী পুলিশ

কলকাতায় ইভটিজিংয়ের শিকার হলেন নারী পুলিশ

এবার ইভটিজিংয়ের শিকার হলেন কলকাতা পুলিশের এক নারী সাব-ইন্সপেক্টর (এসআই)। সোমবার রাতে বেলেঘাটা বাইপাসের কাছে তাঁকে লক্ষ্য করে কটূক্তি করে কয়েকজন যুবক৷ প্রতিবাদ করেন এসআই৷  তিনি যুবকদের সামনে গিয়ে পুলিশে নালিশ জানানোর কথা বলেন৷ কিন্তু কোনো ফল হয়নি৷ উল্টো ওই যুবকের দল নারীকে খুনের হুমকি দেন বলে অভিযোগ৷ প্রায় সঙ্গে সঙ্গে বেলেঘাটা থানায় ফোন করেন নারী পুলিশ৷ নিজের পরিচয় দিয়ে পুরো ঘটনা জানান৷ পুলিশ এসে দুই যুবককে গ্রেপ্তার করে৷ জানা গেছে, বাইপাসের কাছে ওই দলটি আগেও মেয়েদের কটূক্তি করেছে৷ নেশা করে মাস্তানি করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে৷ আগেও প্রতিবাদ হয়েছে৷ তবে থানায় অভিযোগ হয়নি৷ ঘটনার সময় নারী পুলিশ কর্মকর্তা বাড়ি ফিরছিলেন৷ তাঁর শারীরিক গঠন নিয়ে অশালীন মন্তব্য ছুড়ে দেওয়া হয়৷ প্রাথমিকভাবে ওই দলটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এসআই৷ কিন্তু দূর থেকে কুপ্রস্তাবও দেওয়া হয়৷ নারী একাই দলটির দিকে এগি
নারী- ৩য় পর্ব

নারী- ৩য় পর্ব

  মোস্তাক আহমেদ প্রকৃতির নিত্যলীলা মাঝে আত্মপরিচয় সংগোপনে সন্ধি করে তোমার সাথে। সাজ-দর্পনের সামনে ঘুরেফিরে নিজেকে দেখ কারণে অকারণে, তোমার আপন ভুবনে তুমি ইচ্ছেখেলায় মেতে ওঠো আনন্দ বিলাসে; পরাজয়েও হেসে ওঠো খিলখিল করে। তোমার ভালোলাগে নীল আকাশ নীল সমুদ্দুর, ভালোলাগে প্রথম বর্ষার কদমফুল উড়ে যাওয়া প্রজাপতি হাসনাহেনার গন্ধ অথবা উদীয়মান সূর্যের লাল আভা। "যৈবতী কইন্যার অভিলাষী মন" ডালপালা মেলে বর্ণিল ময়ুরের মত; অমারজনীতেও চন্দ্রের টান অনুভব কর তুমি একান্ত গোপন কুঠুরে, সেই টানে শুকনা গাঙেও জোয়ার আসে ভিজিয়ে দেয়, ভাসিয়ে দেয় ডুবিয়ে দেয় খরায় ফেটে যাওয়া পলিমাটিরর স্তর। তুমি ধারণ কর প্রকৃতির অপার সৌন্দর্য ; পৃথিবীর প্রথম মানবীর মত। স্নানঘরে চারদেয়ালের ভেতর পুলকিত তুমি শিহরিত হও একফোঁটা জলের স্পর্শে, নুয়ে পড় লজ্জাবতী গাছটির মত; স্নিগ্ধ জলধারায় তর্জমা কর তুমি আদি হাওয়া-পুরাণ। তোমার ভেজা চুলে দোল খায়