জানুয়ারি ২০, ২০১৭ - Women Words

Day: জানুয়ারি ২০, ২০১৭

অভিনেত্রী শানুর প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’

অভিনেত্রী শানুর প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’

জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী শানারেই দেবী শানু। ২০০৫ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এবার তিনি সবার সামনে আবির্ভূত হচ্ছেন নতুন রূপে। এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হতে যাচ্ছে শানুর লেখা প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’। প্রথম কাব্য গ্রন্থ, তাই আবেগের মাত্রাটাও বেশি। শানু জানালেন, তিনি ভীষণ উত্তেজিত। সোশ্যাল মিডিয়ায় টুকটাক লিখতেন, এরপরেই সিরিয়াস লেখালেখিতে মনোযোগ দেন তিনি। লেখালেখি শুরুটা কবে থেকে? এই প্রশ্নের জবাবে শানু বলেন, আসলে লেখালেখিটার বিষয়টা আমি পেয়েছি উত্তরাধিকার সূত্রে। আমার বাবা এ.কে শেরাম একজন কবি ও মণিপুরি গবেষক। আমাদের বাড়িতে তাই  নিয়মিত স্বরচিত কবিতা পাঠের আসর বসতো। সেখানে আমিও মাঝে মাঝে কবিতা লিখে নিয়ে যেতাম। এভাবেই শুরুটা ছিল। তবে চর্চাটা আসলে ধরে রাখতে পারি নি। দীর্ঘদিন সেই বিষয়টাই মনের ভেতরে উঁকি দিচ্ছিল। 'নীল ফড়িং কাব্য' বইটিত
তনু হত্যার ১০ মাস: অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে

তনু হত্যার ১০ মাস: অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ১০ মাস পূর্ণ  হচ্ছে আজ শুক্রবার। কিন্তু এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত কোনও অপরাধী শনাক্ত হয়নি। জমা পড়েনি তদন্তকারী সংস্থা সিআইডির কোনও চার্জশিটও। অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকায় মামলাটির ভবিষ্যৎ নিয়েই এখন সংশয় প্রকাশ করছেন তার পরিবার ও মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল। তনুর হতভাগ্য পিতা ইয়ার হোসেন ও মা আনোয়ারা বেগমের প্রশ্ন-তনুর জামা-কাপড়ে লেগেছিল তিনজন পুরুষের শুক্রাণু, কিন্তু সেগুলো কোন কোন ধর্ষকের? কিন্তু তাদের প্রশ্নের উত্তর মেলেনি গত দশ মাসেও। মিলবে এমন আশ্বাসও এখন আর পাচ্ছেন না কারও কাছ থেকে। প্রাইভেট পড়াতে কুমিল্লা সেনানিবাসের একজন সেনা কর্মচারীর বাসার উদ্দেশ্যে গত বছরের ২০ মার্চ ঘর থেকে বের হয়েছিলেন তনু। সে রাতেই সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় তার লাশ। পরদিন তার বাবা কুমিল্ল