জানুয়ারি ৩, ২০১৭ - Women Words

Day: জানুয়ারি ৩, ২০১৭

হার দিয়েই বছর শুরু টাইগারদের

হার দিয়েই বছর শুরু টাইগারদের

পুরো দুই ওভার অক্ষত রেখেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিল স্বাগতিক নিউ জিল্যান্ড। নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশের দেওয়া ১৪১ রানের লক্ষ্য পেরুতে একাই বড় অবদান রেখেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তার ৭৩ রানের হার না মানা ইনিংস স্বাগতিকদের জয় সহজ করে দেয়। তিনি ম্যাচ সেরা নির্বাচিত হন। এর আগের সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল হতাশ করেন শুরুতে। খেলার তৃতীয় ওভারে দলীয় ৫ রানের মাথায় কোন রান করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল। তামিম ফিরেন ১১ রান করে হুইলারের বলে ব্রোচের হাতে ক্যাচ তুলে দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। সাব্বির ১৬ রান করলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব মাত্র ১৪ রানে এবং সৌম্য সরকার কোন রান করার আগেই ফিরতি পথ ধরলে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে দার
ধর্ষণ মামলায় ব্যাংক কর্মকর্তাকে কারাগারে প্রেরণ

ধর্ষণ মামলায় ব্যাংক কর্মকর্তাকে কারাগারে প্রেরণ

জামালপুর পৌর শহরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায়  এক ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শিশুটির নানা বাদী হয়ে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে গতকাল সোমবার সন্ধ্যায় সদর থানায় মামলাটি করেন। ওই ব্যাংক কর্মকর্তার নাম মো. ছানোয়ার হোসেন (৫২)।    মামলার তদন্ত কর্মকর্তা জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম বলেন, ধর্ষণ ও শিশুকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে করা মামলায় মো. ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। মামলা, পুলিশ ও শিশুর পরিবার সূত্র জানা গেছে, মো. ছানোয়ার হোসেন পৌর শহরের বাগেরহাটা এলাকার বাসিন্দা ও সদর উপজেলার হাজিপুর বাজার শাখা অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার। ১০ বছর আগে শিশুটির বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। শিশুটির মা শিশুর ছোট বোন ও নানাকে নিয়ে চার বছর ধরে ওই ব্যাংক কর্মকর্তার শহরের নিজ বাড়ির নিচতলায় ভাড়াট
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ত্রিপুরায়

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ত্রিপুরায়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বিকেল ৩টা ৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।   মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরার আমবাসায়।   রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। গভীরতা ছিল ৩৬.১ কিলোমিটার। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনের পর আরও কয়েকটি প্রতিঘাত টের পাওয়া যায়। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়। ত্রিপুরায় রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ধরা পড়েছে ৫.৭। ত্রিপুরায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ‌্যমগুলো প্রাথমিকভাবে জানাতে পারেনি।  ভূমিকম্পের সময় আতঙ্কে দেশের বিভিন্ন স্থানের লোকজন ঘর বাড়ি, দোকানপাট ও প্রতিষ্ঠান ছেড়ে খোলা রাস্তায় নেমে আসেন। অনেকেই নি
২৩৬৭ গেরিলা মুক্তিযোদ্ধার স্বীকৃতির রায় বহাল

২৩৬৭ গেরিলা মুক্তিযোদ্ধার স্বীকৃতির রায় বহাল

মুক্তিযুদ্ধে অংশ নেওয়া গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ যোদ্ধাকে মুক্তিযোদ্ধার তালিকাসংবলিত গেজেট বাতিল করার প্রজ্ঞাপন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গেরিলা যোদ্ধাদের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন ও সুব্রত চৌধুরী। ফলে ২৩৬৭ গেরিলা মুক্তিযোদ্ধার স্বীকৃতিতে হাইকোর্টের দেওয়া রায় বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা। আদেশের পর রিট আবেদনকারীদের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, এতে বিশেষ গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ জনের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বহাল রইল। মুক্তিযোদ্ধা হিসেবে তাঁদের আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত কর
মাহমুদুল্লাহর দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ১৪১

মাহমুদুল্লাহর দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ১৪১

শুরুতে বড়রকম হোঁচট খাওয়ার পরও মাহমুদুল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত লড়াই করার জন্য মাঝারি মানের পুঁজি সংগ্রহ করেছে বাংলাদেশ দল। এই অভিজ্ঞ ব্যাটসম্যানের অর্ধশতের কল্যাণে নির্ধারিত ওভারে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪১ রান। টসে জিতে ব্যাটিং বেছে নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল হতাশ করেন শুরুতে। খেলার তৃতীয় ওভারে দলীয় ৫ রানের মাথায় রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল। তামিম ফিরেন ১১ রান করে হুইলারের বলে ব্রোচের হাতে ক্যাচ তুলে দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। সাব্বির ১৬ রান করলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব মাত্র ১৪ রানে এবং সৌম্য সরকার কোন রান করার আগেই ফিরতি পথ ধরলে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে দারুণ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ের মুখে দৃঢ়তার পরিচয় দেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ। তিনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে পাল্ট
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

একদিনের সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে শুরুটা মোটেও ভালোর দিকে নয় বাংলাদেশের। আজ নিউ জিল্যান্ডের নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ধুকছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে ১১১ রান তুলতে বাংলাদেশ খরচ করে ফেলেছে ৬ উইকেট। টসে জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল হতাশ করেন শুরুতে। খেলার তৃতীয় ওভারে দলীয় ৫ রানের মাথায় কোন রান করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল। তামিম ফিরেন ১১ রান করে হুইলারের বলে ব্রোচের হাতে ক্যাচ তুলে দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। সাব্বির ১৬ রান করলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব মাত্র ১৪ রানে এবং সৌম্য সরকার কোন রান করার আগেই ফিরতি পথ ধরলে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে দারুণ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় অভিজ্ঞ মাহমুদুল্লাহ কিছুটা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যাট করছেন।
নেভেনি ডিসিসি মার্কেটের আগুন, ধসে পড়েছে একাংশ

নেভেনি ডিসিসি মার্কেটের আগুন, ধসে পড়েছে একাংশ

রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি বা ডিএনসিসি মার্কেটে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকান্ডে মার্কেটের একাংশ ধসে পড়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই আগুন লাগে। আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। আগুন নেভাতে নৌবাহিনীও কাজ করছে।  ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুন নেভাতে কতটা সময় লাগতে পারে, তা এখনই বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, আগুন লাগার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, মার্কেটের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এক জায়গায় কিছুটা নিভলে অন্য দিকে জ্বলে উঠছে। পানি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। নতুন করে পানি আনতে সময় লাগছে। এসব কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
দুর্দান্ত খেলে স্বপ্নের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

দুর্দান্ত খেলে স্বপ্নের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

সেমিফাইনালে মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মত মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে লড়বে তারা। ৪ জানুয়ারি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ভারত।  শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সোমবারের ম্যাচে হ্যাটট্রিক করেছেন সিরাত জাহান স্বপ্না। অন্য দুটি গোল অধিনায়ক সাবিনা খাতুনের। একটি গোল করেছেন নার্গিস খাতুন। ম্যাচ শেষে বাংলার মেয়েদের আনন্দ যেন আর থামেনা।  কারণ মেয়েদের সাফে গত তিন আসরে দুবার সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল বাংলাদেশ। ছেলেদের সাফেও ২০০৩ সালের পর থেকে আর ধরা দেয়নি শিরোপা । পুরুষ ও মহিলা মিলিয়ে সেই ২০০৫ সালের পর আবারও সাফের ফাইনালে বাংলাদেশ। এবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ম্যাচের চার মিনিটে মালদ্বীপ মিডফিল্ডার মারিয়া হঠাৎই বক্সে ঢুকে পড়েন। কিন্তু অসাধারণ দক্ষতায় বলটি