ডিসেম্বর ২৮, ২০১৬ - Women Words

Day: ডিসেম্বর ২৮, ২০১৬

বাংলাদেশে ৫৬০ পর্নো সাইট বন্ধ

বাংলাদেশে ৫৬০ পর্নো সাইট বন্ধ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) ৫৬০ টি পর্নো ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।  গত সোমবার সন্ধ্যায় এসব পর্নো সাইট বন্ধে মুঠোফোন অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েসহ (আইআইজি) বন্ধের কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট সব পক্ষকে একটি তালিকা পাঠানো হয়েছে। আজ সেই নির্দেশনা কার্যকর হয়েছে। স্থানীয়ভাবে নিয়ন্ত্রিত সাইটগুলো আগে বন্ধ হবে বলে জানা গেছে। বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বলেন, সরকারের নির্দেশেই পর্নো সাইট বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেছন, "কোন সাইট ক্ষতিকারক তা যাচাইবাছাইয়ের জন্য একটি কমিটি আছে, ওই কমিটির পর্যালোচনা ও নির্দেশের ভিত্তিতেই দেশের প্রায় সাড়ে পাঁচশো পর্নো সাইট বন্ধ করা হচ্ছে। দেশের যুবসমাজের অবক্ষয় রোধে এ উদ্যোগ নেয়া হচ্ছে।" দেশের সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ বিবেচনায় নিয়ে পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধের ব
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি: ২ বিমান কর্মী রিমান্ডে

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি: ২ বিমান কর্মী রিমান্ডে

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনার মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু আজ বুধবার এই আদেশ দেন। আসামী দুজন হলেন, বাংলাদেশ বিমানের প্রকৌশলী মো. রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম (সিটি) বিভাগের পরিদর্শক মাহবুবুল আলম ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। যার কারণে সেটি তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। এ ঘটনায় গঠিত পৃথক তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনেই বলা হয়েছে, এটা ‘মানবসৃষ্ট’। এটা সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা বা অদক্ষতা, নাকি নাশকতার চেষ্টা ছিল, তা খতিয়ে দেখার জন্য ফৌজদারি ম
কর্মস্থলে যৌন হয়রানি রোধে তৎপর হল ভারত সরকার

কর্মস্থলে যৌন হয়রানি রোধে তৎপর হল ভারত সরকার

কর্মস্থলে যৌন হয়রানির শিকার হওয়া নারী কর্মীদের যাতে অভিযোগ জানানোর পর পাল্টা হুমকি, প্রতিশোধপরায়ণতার মুখে পড়তে না হয়, সেজন্য তত্পর হয়েছে ভারত সরকার। যৌন হয়রানির অভিযোগকারী নারীকে যাতে অভিযুক্ত বা এমন অন্য কারও অধীনে নিয়োগ করা না হয়, যেখানে তিনি হয়রানির মুখে পড়তে পারেন, তা সুনিশ্চিত করতে সব মন্ত্রণালয়, দপ্তরকে নির্দেশ দিয়েছে সরকার। কেন্দ্রীয় কর্মীনিয়োগ ও প্রশিক্রণ মন্ত্রণালয় এও বলেছে, যেখানে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়েছে, সেখানেও পাঁচ বছর কড়া নজরদারি চালিয়ে যেতে হবে, যাতে নির্যাতিতার সঙ্গে কোনো প্রতিশোধমূলক আচরণ করা না হয়। সরকারি নির্দেশে বলা হয়েছে, যদি অভিযোগকারিনী নারীর সঙ্গে পাল্টা প্রতিশোধমূলক আচরণ করা হয়, তাহলে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের সচিবকে তা জানাতে পারেন। তাঁর অভিযোগকে সহানুভূতির সঙ্গে খতিয়ে দেখতে হবে। কথা বলতে হবে অভিযোগ মীমাংসা সংক্রান্ত কমিটি, মন
অভিনেত্রী তামান্নার প্রতিবাদ : ক্ষমা চাইলেন পরিচালক সুরজ

অভিনেত্রী তামান্নার প্রতিবাদ : ক্ষমা চাইলেন পরিচালক সুরজ

সুরজ পরিচালিত তামিল চলচ্চিত্র ‘কাত্থি সানদাই’ গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে । এর মুখ্য চরিত্রে রয়েছেন বিশাল এবং ‘বাহুবলী’ খ্যাত তামান্না। গত সোমবার মিডিয়ার সামনে এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে দক্ষিনী পরিচালক সুরজ বলেন, ‘‘দর্শক টাকা দিয়ে সিনেমা হলে আসেন নায়কের মারপিটের দৃশ্য আর নায়িকার গ্ল্যামার দেখার জন্য। পরিচালক হিসেবে আমি কখনও চাইব না নায়িকা শাড়ি পরুক, বরং ছোট পোশাক পরাব। সুতরাং আমরা আশা করব এই ছবিতে তামান্নাকে গ্ল্যামারাস দেখতে লাগবে। আর যে কোনও কর্মাশিয়াল ছবিতে গ্ল্যামার তো থাকবেই।’’ সে কারণেই তাঁর ছবির নায়িকাদের নাকি পোশাক যতটা ছোট হয় ততই ভালো। বড় পর্দায় একেবারেই নায়িকাদের শাড়ি পরাতে চান না তিনি। বরং কস্টিউম ডিজাইনার পোশাক সিলেক্ট করার সময় যদি নায়িকার পোশাক হাঁটু পর্যন্ত থাকে, তা আরও ছোট করার পরামর্শ দেন সুরজ। সুরজের এই মন্তব্য শোনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন অভিনেত্রী তামান্না ভাটিয়
ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ঢাবি শিক্ষক চাকরিচ্যুত

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ঢাবি শিক্ষক চাকরিচ্যুত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে। এমরান হোসাইন নামের ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তিনি জানান, একই বিভাগের একজন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে সিন্ডিকেটের গতকালকের সভায়। তিনি জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা