ডিসেম্বর ২৩, ২০১৬ - Women Words

Day: ডিসেম্বর ২৩, ২০১৬

১১৮ যাত্রী নিয়ে লিবিয়ার বিমান ‘ছিনতাই’

১১৮ যাত্রী নিয়ে লিবিয়ার বিমান ‘ছিনতাই’

লিবিয়ার একটি উড়োজাহাজ ছিনতাই করা হয়েছে। এতে ১১৮ জন যাত্রী রয়েছেন। উড়োজাহাজটি মাল্টায় অবতরণ করতে বাধ্য করেছে ছিনতাইকারীরা। লিবিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার অভ্যন্তরীণ রুটের এয়ারবাস এ৩২০-এর গন্তব্য পরিবর্তন করে সেটি মাল্টায় নিয়ে যাওয়া হয়েছে। উড়োজাহাজটি আফ্রিকিয়াহ এয়ারওয়েজের। উড়োজাহাজ ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে এয়ারওয়েজ কর্তৃপক্ষ । মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট বলছেন, উড়োজাহাজটি সম্ভবত ছিনতাই করা হয়েছে। তিনি আরও বলেছেন, দেশটির নিরাপত্তা বাহিনী বিমানবন্দরে উড়োজাহাজটি ঘিরে রেখেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুজন ছিনতাইকারী এ ঘটনায় জড়িত। তারা উড়োজাহাজটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় বলেছে, ওই বিমানবন্দরে বেআইনিভাবে একটি উড়োজাহাজ অবতরণ করানো হয়েছে। ঘটনাস্থলে থ
বার্লিনে হামলাকারী মিলানে নিহত

বার্লিনে হামলাকারী মিলানে নিহত

জার্মানির রাজধানী বার্লিনের একটি ক্রিসমাস বাজারে লরি চালিয়ে যে ব্যক্তি হামলা করেছিল বলে সন্দেহ করা হচ্ছে সেই ব্যক্তিকে ইতালির মিলানে পুলিশ গুলি করে হত্যা করেছে। তবে তার এই নিহত হওয়ার খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আশা করা হচ্ছে। সন্দেহভাজন ওই হামলাকারীর নাম আনিস আমরি। বলা হচ্ছে, শুক্রবার ভোর রাতে পুলিশ একটি রেল স্টেশনের বাইরে নিয়মিত টহল দেওয়ার সময় তাকে থামায়। তারপর যখন তাকে পরিচয়পত্র দেখাতে বলা হয় তখন সে গুলি চালাতে শুরু করে। এসময় সে 'আল্লাহু আকবর' বলেও চিৎকার করছিলো বলে বলা হচ্ছে। তখন পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তি নিহত হয়। এ সময় একজন পুলিশ অফিসার আহত হয়েছেন। ইটালির সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, নিহত এই ব্যক্তির আঙ্গুলের ছাপের সাথে সন্দেহভাজন হামলাকারী তিউনিসিয়ান আনিস আমরির আঙ্গুল
ঋতুমতী হওয়ায় একঘরে, কিশোরীর মৃত্যু

ঋতুমতী হওয়ায় একঘরে, কিশোরীর মৃত্যু

নেপালে ১৫ বছরের একটা মেয়ের মৃত্যু হয়েছে বেঘোরে। তার ‘অপরাধ’? সে ঋতুমতী  হয়েছিল। আশ্চর্য হওয়ারই কথা। ঋতুমতী হওয়া তো অত্যন্ত স্বাভাবিক একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে কেন এমনটা হলো? সেই ঘটনাটাই এবার বলা যাক। ঘটনা নেপালের আছাম জেলার গজরা গ্রামে। কাঠমাণ্ডু থেকে ৪৪০ কিলোমিটার দূরে। সেই গ্রামেই থাকত কিশোরীটি। হাসিখুশি ছিল সে। প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা গ্রামটিতে আর সব থাকলেও শিক্ষার আলোর বোধহয় বড়ই অভাব। নাহলে কেনই বা ঋতুস্রাব হওয়া মেয়েদের সবার থেকে আলাদা- প্রায় একঘরে করে রাখা হয় সেখানে ? কেনই বা সদ্য মা হওয়া মেয়েদের ধরে নেওয়া হয় অপবিত্র বলে? যাইহোক, এই গ্রামে এখনও চালু আছে ভয়ানক এই কুসংস্কার। কুসংস্কারটির পোশাকি নাম-ছৌপড়ি। তুমি ঋতুমতি হয়েছ, অতএব তুমি পবিত্র নও। তোমাকে থাকতে হবে সবার থেকে আলাদা-একা। গ্রামবাসীরা মনে করে, ঋতুমতী মেয়ে একসঙ্গে থাকলে তা দুর্ভাগ্য ডেকে আনবে সমাজে। আসতে পারে প্র
দুই তুর্কি সেনাকে ‘জীবন্ত দগ্ধ’ করল আইএস

দুই তুর্কি সেনাকে ‘জীবন্ত দগ্ধ’ করল আইএস

ফের প্রকাশ্যে নৃশংস আচরণ করল কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এবার তুরস্কের দুই সেনাকে জীবন্ত দগ্ধ করার ভিডিও প্রকাশ করল তারা। ভিডিওতে দেখা গেছে, তুর্কি সামরিক বাহিনীর উর্দি পরিহিত দুজনকে একটি খাঁচা থেকে টেনে বের করে বেঁধে ফেলে তাদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিও জঙ্গি গোষ্ঠীর ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। ১৯ মিনিটের এই ভিডিও ফুটেজটি উত্তর সিরিয়ার আইএস ঘোষিত অলেপ্পো শহরে তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে। আততায়ীরা তুর্কি ভাষায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরডোগানকে নিশানা করেছে এবং তুরস্ক জুড়ে ধ্বংসাত্মক কাজ চালানোর কথা বলেছে। গতমাসে ওই দুই তুর্কি সেনাকে  অপহরণ করেছিল আইএস। উল্লেখ্য, ২০১৪-র ডিসেম্বরেও সিরিয়ায় আইএসের হাতে ধরা পড়া জর্ডানের যুদ্ধবিমানের পাইলটকে এভাবেই পুড়িয়ে খুন করা হয়েছিল। সূত্র: এবিপি
দিল্লিতে অচেতন করে আবারও গণধর্ষণ

দিল্লিতে অচেতন করে আবারও গণধর্ষণ

ভারতের রাজধানী দিল্লিতে ফের গণধর্ষণ! গুরগাঁওয়ের এক তরুণীকে অপহরণ করে দিল্লির দ্বারকা এলাকার হরি-বিহারের একটি ফ্ল্যাটে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চলতি বছর এ নিয়ে ২ হাজার ধর্ষণের অভিযোগ দায়ের হল দিল্লিতে। একুশ বছর বয়সী তরুণী পুলিশকে জানিয়েছে, হিম্মত ও সুনীল নামের দুই যুবক তাঁকে অপহরণ করে গুরগাঁও থেকে। এরপর দক্ষিণ-পশ্চিম দিল্লির হরি-বিহারের এক ফ্ল্যাটে নিয়ে আসে। সেখানে তাঁকে মাদক খাইয়ে অচেতন করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই তরুণীর। ধর্ষণের পর তাঁকে ফ্ল্যাটে বন্দি করে চলে যায় অভিযুক্তরা। পরে তারা ফিরে এলে, ওই তরুণী পালানোর চেষ্টা করেন। কিন্তু, পালাতে গিয়ে বিল্ডিংয়ের মাঝখানে খাদে পড়ে যান তিনি। তাকে আটকাতে গিয়ে অভিযুক্ত হিম্মতও ১৫ মিটার নিচে পড়ে যায়। তাদের পতনের জোর শব্দ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে তরুণীর অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে সুনীল
শুধুমাত্র ধর্মীয় কারণে কাউকে নিষিদ্ধ করবেন না ট্রাম্প

শুধুমাত্র ধর্মীয় কারণে কাউকে নিষিদ্ধ করবেন না ট্রাম্প

শুধুমাত্র ধর্মীয় কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য কাউকে নিষিদ্ধ করবেন না আগামী মাসের শুরুতে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প। বরং অভিবাসীরা কোন দেশ থেকে আসছে তার ওপর জোর দেবেন তিনি। এমনটাই জানিয়েছেন ট্রাম্পের সাবেক প্রচারণা উপদেষ্টা ও প্রেসিডেন্টের হোয়াইট হাউস সহকারী হিসেবে নিয়োগ পাওয়া কেলেনি কনোওয়ে। বৃহস্পতিবার বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কেলেনি এসব কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের মুসলমান নিষিদ্ধ করা নিয়ে বক্তব্যের একটি ব্যাখ্যা উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন, ট্রাম্প বলেছেন, ব্যক্তি বিশেষের চেয়ে জোর দেওয়া হবে কোন দেশ থেকে অভিবাসীরা আসছে, তার ওপর। যেসব দেশ জঙ্গিবাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং জঙ্গিদের অবাধে প্রশিক্ষণের অভিযোগ রয়েছে, সেসব দেশ থেকে আসা অভিবাসীদের অভিবাসন নিয়ন্ত্রণ করা হবে। নির্বাচনী প্রচারণার শুরুতে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নির্বাচিত হলে তিনি
শ্লীলতাহানির প্রতিবাদ করায় নারীকে প্রকাশ্যে লাঠিপেটা (ভিডিও)

শ্লীলতাহানির প্রতিবাদ করায় নারীকে প্রকাশ্যে লাঠিপেটা (ভিডিও)

ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরী বাজারে কয়েকশ’ লোকের সামনে এক নারীকে শ্লীলতাহানি করে দুই ব্যক্তি। প্রকাশ্যে শ্লীলতাহানির প্রতিবাদ করায় সেই নারীকে, তাঁর ছোট মেয়ের সামনে লাঠি দিয়ে বেধড়ক মেরে রক্তাক্ত করে দেয় সেই দুষ্কৃতিকারীরা। এছাড়া সেই নারীকে কেউ এগিয়ে এসে সাহায্য পর্যন্ত করেনি। ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করে বাজারের আমজনতা। মৈনপুরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিংহ যাদবের বাড়ির জায়গা। সেখানেই এই জঘন্য ঘটনাটি ঘটেছে। দুই সন্তানের মা, সেই নারী দুই ব্যক্তিকে এক জায়গায় যাওয়ার ঠিকানা জিজ্ঞাসা করেন। ঠিকানা বলার বদলে নারীর দোপাট্টা ধরে টান দেয় অভিযুক্ত ব্যক্তিরা। তারপর তাঁকে পেছন থেকে জাপটে ধরে। গত সোমবার ঘটনাটি ঘটে। লখনউ থেকে ২০০ কিমি দূরত্বে মৈনপুরী বাজারে এই ঘৃণ্য ঘটনাটি ঘটে। অভিযুক্ত দুই ব্যক্তির মধ্যে একজন নারীকে অবিরাম লাঠি দিয়ে মারতে থাকে। এমনকি তিনি রক্তাক্ত
এই জয় আমি মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করছি: আইভী

এই জয় আমি মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করছি: আইভী

এই বিজয় দলের সেসব নেতাকর্মীর, যারা দিনরাত আমার জন্য কষ্ট করেছেন। এই জয় আমি সব মুক্তিযোদ্ধাকে উৎসর্গ করছি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এই মন্তব্য করেন। তিনি বলেন, এই বিজয় আমার একার নয়, এই বিজয় আমার দল আওয়ামী লীগের। এই বিজয় নৌকার। এই বিজয় নারায়ণগঞ্জবাসীর। আজ বৃহস্পতিবার রাতে নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর আইভী তার নারায়ণগঞ্জের বাসায় সাংবাদিকদের দেওয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। আইভী বলেন, সবকিছুর ঊর্ধ্বে উঠে মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আগামীতেও রাখতে চাই। নারায়ণগঞ্জবাসী সে সুযোগ দিয়েছেন, আরও দেবেন-এটাই প্রত্যাশা। সূত্র: কালের কন্ঠ
নৌকায় চড়ে জয়ের বন্দরে আইভী

নৌকায় চড়ে জয়ের বন্দরে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। দ্বিতীয়বারের মত জয়ী হলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফল ঘোষণা করেন। তিনি বলেন, মোট ১৭৪টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট। নির্বাচনে মোট দুই লাখ ৮৮ হাজার ৬২টি বৈধ ভোট পড়েছে। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর বাইরে এই নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থীদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল পেয়েছেন ৪৭৪ ভোট, ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ পেয়েছেন ১৩ হাজার ৯১৪ ভোট, ইসলামী ঐক্যজোটের এজহারুল হক পেয়েছেন ৯১০ ভোট, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস পেয়েছেন ৪৮০ ভোট এবং লিবারেল ডেমোক্রেট