৮৯ বছরের এক নারী সার্জন, প্রতিদিন করেন ৪টি অপারেশন! - Women Words

৮৯ বছরের এক নারী সার্জন, প্রতিদিন করেন ৪টি অপারেশন!

অ্যালা ইলিনিচনা লিভুসকিনা নামের এক নারী সার্জন। যার বয়স ৮৯ বছর। তিনি মস্কোর রাইয়াজান সিটি হসপিটালে সার্জন হিসাবে কাজ করে যাচ্ছেন। এই বয়সেও প্রতিদিন তিনি নিজ হাতে ৪টি অপারেশন করেন!

যে বাসায় থাকেন সেখানে প্রতিবন্ধী ভাতিজি এবং তার পালিত ৭টি বিড়ালের দেখাশোনাও করেন তিনি। সার্জন হিসাবে তিনি ৬৭ বছর ধরে কর্মরত আছেন। ইতিমধ্যে তার হাতে ১০ হাজারেরও বেশি সফল অস্ত্রোপচার হয়েছে। এই বয়সেও তার অবসরে যাওয়ার বা অস্ত্রপচারের কাজ থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই।

Surgery5-womenwords

সংবাদমাধ্যমকে এই বিস্ময়কর নারী বলেন, চিকিৎসক হয়ে কাজ করে যাওয়া কেবল পেশা নয়, এটা জীবনযাপনের পথও বটে।

অবসরের কথা জানতে চাইলে হাসিমুখে বলেন, আমি যদি কাজ বন্ধ করে দিই, তাহলে আমার দায়িত্বে থাকা অপারেশনগুলো কে করবেন?

মনে করা হচ্ছে, তিনিই এই পৃথিবীর সবচেয়ে বয়স্ক সার্জন, যিনি এখনো এমন জটিল কাজ করে যাচ্ছেন।

এই বয়সে সুস্থ থাকাও এক অবাক করা বিষয়। এর রহস্য কি? অ্যালা বলেন, দীর্ঘায়ু লাভের ক্ষেত্রে আমি কোনো উপায়ের কথা জানি না। আমি সব খাই, খুব হাসি আর অনেক কান্না করি।