দিনাজপুরে ধর্ষণের শিকার শিশুটির অস্ত্রোপচার সম্পন্ন - Women Words

দিনাজপুরে ধর্ষণের শিকার শিশুটির অস্ত্রোপচার সম্পন্ন

দিনাজপুরে ধর্ষণের শিকার ৫ বছরের শিশু পূজার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হয় এ অস্ত্রোপচার হয়।

শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. আশরাফুল হক কাজল, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. আবুল কালাম, গাইনি বিভাগের প্রফেসর ডা. সায়েবা আক্তার, নিউরোলজি বিভাগের প্রধান শাহাদাত হোসেন, গাইনি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. ফিরোজা ওয়াজেদ, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সালমা আলমসহ ১০ জনের বিশেষজ্ঞ দল অস্ত্রোপচারে অংশ নেন।

ডা. আশরাফুল হক কাজল বলেন, ‘পূজা আপাতত ভালো আছে। তাকে আইসিইউ-তে নেওয়া হয়েছে। যদি কোনও সংক্রমণ না হয় তাহলে আগামীকাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-র বেডে নিতে পারবো। পূজার ব্যাপারে কনসেনট্রেট বেশি ছিল। তাই আজ আর কোনও অপারেশন রাখিনি।’

প্রসঙ্গত, পার্বতীপুর উপজেলার সিঙ্গীমারী জমিরহাট গ্রামের ওই শিশু বাড়ির সামনে থেকে গত ১৮ অক্টোবর নিখোঁজ হয়। শিশুটিকে খুঁজে না পেয়ে ওইদিন রাতে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। পরদিন ভোরে বাড়ির পাশে একটি হলুদ ক্ষেত থেকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ভর্তির চারদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়। গত ২৬ অক্টোবর তার অপারেশন করার কথা থাকলেও ক্ষতস্থানে সংক্রমণ থাকায় অপারেশনের সিদ্ধান্ত বাতিল করা হয়।

এ ঘটনায় গত ২০ অক্টোবর নির্যাতিতা শিশুর বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় ধর্ষক সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। শিশুটি সাইফুলকে বড় জ্যাঠা বা বড় আব্বু বলে ডাকত বলে শিশুটির পরিবার দাবি করে। অপর আসামি আফজাল এখনও পলাতক।

শিশুটির মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। শরীরে ছিল কামড়ের দাগ। আর ঊরুতে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার ক্ষত।

সূত্র: বাংলা ট্রিবিউন