ক্রুটি মেরামত শেষে ফের হাঙ্গেরির পথে প্রধানমন্ত্রী - Women Words

ক্রুটি মেরামত শেষে ফের হাঙ্গেরির পথে প্রধানমন্ত্রী

হাঙ্গেরি সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বোয়িং ৭৭৭ যান্ত্রিক ত্রুটিমুক্ত হয়ে আবার গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি আবার হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা ব‌্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং ব‌্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। বাংলাদেশ সময় রাত ১০টা ৫৭ মিনিটে তারা বুদাপেস্টে পৌঁছাবেন বলে শাকিল মেরাজ জানিয়েছেন।

তিনি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানীতে জরুরি অবতরণ করে। ত্রুটি সারিয়ে টেস্ট রান দেখে বাংলাদেশ সময় সন্ধ‌্যা ৬টা ৩৭ মিনিটে বিমানটি সবাইকে নিয়ে হাঙ্গেরির উদ্দেশ‌্যে রওনা হয়।’

সূত্র ‌: বিডিনিউজ২৪

এ সংক্রান্ত অন্য সংবাদ
প্রধানমন্ত্রীর বিমানের তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ