কিছু ‘বিপথগামী’ নারী ছাড়া আমরা সবাই দাসত্বের শেকলবন্দি - Women Words

কিছু ‘বিপথগামী’ নারী ছাড়া আমরা সবাই দাসত্বের শেকলবন্দি

রত্না খান

আপনি আমাদের শিক্ষার আলো দিয়ে গেছেন কিন্তু তবুও আমাদের মুক্তি মেলেনি। শিক্ষিত স্বাবলম্বী হয়েও নারী আজ নির্যাতীতা। ঘর আর বাহির কোথাও আমরা নিরাপদ নই, কিছু ‘বিপথগামী’ নারী ছাড়া আমরা সবাই দাসত্বের শেকলে বন্দি, তবু ভালো যে আপনি আমাদের শিক্ষিত হতে শিখিয়েছিলেন। তাই বুঝতে পারি অন্যায় হচ্ছে আমাদের সাথে, নয়তো আমাদের পূর্বতন নারীদের মত আমরাও এটাকেই নিয়ম আর নিয়তি মেনে ধুঁকে ধুঁকে মরতাম। ধন্যবাদ আমাদের সচেতন হওয়ার শিক্ষা দেয়ার জন্য, সে ভিন্ন কথা, শিক্ষিত হই আর সচেতনই হই, দাসত্বের প্রাচীর কখনোই ভাঙবেনা।। ভাঙতে দেয়া হবেনা।।

রোকেয়া দিবসে বেগম রোকেয়ার প্রতি শ্রদ্বান্জলি