এপ্রিল ১২, ২০১৯ - Women Words

Day: এপ্রিল ১২, ২০১৯

নুসরাত হত্যার প্রতিবাদে সিলেটে নারী মুক্তি সংসদের মানববন্ধন

নুসরাত হত্যার প্রতিবাদে সিলেটে নারী মুক্তি সংসদের মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাসহ দেশব্যাপী নারী ও কন্যাশিশু নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, হত্যার সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের শাস্তি দাবি করে মানববন্ধনের আয়োজন করে নারী মুক্তি সংসদ, সিলেট জেলা শাখা। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে প্রতিনয়ত বাড়ছে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা, শিশু ধর্ষণ। লালসা মেটাতে না পেরে নুসরাতের গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, যা একটি দেশের জন্য, মানবতার জন্য লজ্জার। আমরা বাঙালি হিসেবে, মানুষ হিসেবে এ লজ্জার অবসান চাই। বক্তারা আরও বলেন, আমরা তনুকে হারিয়েছি, নুসরাতকে হারিয়েছি, হারিয়েছি নাম না জানা অনেক নারীকে, মেয়েকে। কিন্তু আমরা বিচার পাইনি। বিচারহীনতার কারণে হায়েনারা অপরাধ করে উল্লাস করে। তাই রাফির এ ঘটনার মূল হোতা অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ স
নুসরাত হত্যা মামলার আসামি নুর উদ্দিন গ্রেপ্তার

নুসরাত হত্যা মামলার আসামি নুর উদ্দিন গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার দ্বিতীয় নম্বর আসামি নূর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অধ্যক্ষ এ এস এম সিরাজ উদ দৌলার মুক্তির দাবিতে আন্দোলনের নেতৃত্বদাতা হলো এই নূর উদ্দিন। শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ময়মনসিংহ ব্রাঞ্চ। তাদের সহায়তা করে ভালুকা মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি জানিয়ে বলেন, নূর উদ্দিনকে গ্রেপ্তার করে পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তারের পর নুর উদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে এ মামলার আরেক আসামি সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর মোকসুদ আলমকে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। গত ৬ এপ্রিল সোনাগাজ
ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করে প্রধান শিক্ষকের জবানবন্দি

ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করে প্রধান শিক্ষকের জবানবন্দি

ফেনীর দাগনভূঞায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে প্রধান শিক্ষক মো. আবদুল করিম খান বাহাদুর। গতকাল বৃহস্পতিবার সকালে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম এমরানের আদালতে সে এ জবানবন্দি দেয়। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মদ পাঠান ও আদালত সূত্র জানায়, গতকাল সকালে প্রধান শিক্ষক মো. আবদুল করিম খান বাহাদুরকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম এমরানের আদালতে হাজির করা হয়। আদালতের জিজ্ঞাসাবাদে সে ওই স্কুলছাত্রীকে গত কিছুদিনে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করে। সর্বশেষ গত ২৮ মার্চ ওই ছাত্রীকে ধর্ষণ করে সে। ছাত্রী তার পরিবার বা অন্য কাউকে বিষয়টি যেন না জানায়—সেজন্য সে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেছিল বলেও আদালতকে জানায়। দাগনভূঞা থানার ওসি মো. সালেহ আহম্মদ পাঠান বলেন, ৭ এপ্রিল ওই শিক্ষার্থী একই আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছ
ভারতে রাষ্ট্রপতি ভবনের কোয়ার্টারে কলেজ ছাত্রী ধর্ষণ

ভারতে রাষ্ট্রপতি ভবনের কোয়ার্টারে কলেজ ছাত্রী ধর্ষণ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সে দেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন রাষ্ট্রপতি ভবন চত্বরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কলেজছাত্রীকে সেখানে নিয়ে যান রাষ্ট্রপতি ভবনের এক কর্মচারী। পরে তাকে ধর্ষণ করেন তিনি। দিল্লি পুলিশের উপ-কমিশনার মধুর ভার্মা বলেন, এক কলেজ ছাত্রী রাষ্ট্রপতি ভবনের এক কর্মচারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। অভিযোগে তিনি বলেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে সেখানে নিয়ে আসে ওই কর্মচারী। এ ঘটনায় মঙ্গলবার নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের হয়েছে। কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কলেজ ছাত্রীর অভিযোগ, ওই কর্মচারী তাকে রাষ্ট্রপতি ভবনের স্টাফ কোয়ার্টারে নিয়ে যান এবং ধর্ষণ করেন। অভিযুক্ত কর্মচারীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন মধুর ভার্মা।
‘নুসরাত হত্যার বিচার চাই’

‘নুসরাত হত্যার বিচার চাই’

‘ক্ষমা করো নুসরাত’, ‘ধর্ষকের শাস্তি নিশ্চিত করো’, ‘নুসরাত হত্যার বিচার চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড হাতে সিলেটে অবস্থান কর্মসুচি পালন করেছেন সংস্কৃতিকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ অবস্থান শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় কেউ কোনো বক্তব্য না দিলেও সকলের হাতে ছিল একটি করে প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে নুসরাত হত্যার প্রতিবাদ ও এর জন্য দায়ী মাদ্রাসার অধ্যক্ষসহ ঘটনার সাথে জড়িত সকলের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এর আগে বুধবার (১০ এপ্রিল) সংস্কৃতিকর্মী নাজিকুল ইসলাম রানা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই অবস্থানের ডাক দেন এবং বন্ধু তালিকায় থাকা সকলের অংশগ্রহণ কামনা করেন। এই আহ্বানে সাড়া দিয়ে আজকের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হন সিলেটের সংস্কৃতিকর্মী ও প্রগতিশীল লেখকরা। উল্লেখ্য, ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা