এপ্রিল ২৩, ২০১৯ - Women Words

Day: এপ্রিল ২৩, ২০১৯

শঙ্কামুক্ত নন শেখ সেলিমের জামাতা

শঙ্কামুক্ত নন শেখ সেলিমের জামাতা

শ্রীলংকায় বোমা হামলায় আহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী এখনো শঙ্কামুক্ত নন। ৭২ ঘণ্টা না গেলে কিছুই বলতে পারছেন না তাঁর চিকিৎসকরা। আজ মঙ্গলবার (২৩ এপ্রিলা) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন শেখ সেলিম। বোমা হামলায় নিহত নাতি জায়ান চৌধুরীর জানাজাস্থল বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠ দেখতে আসেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা হয় তাঁর। শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মশিউল। জামাতার শারীরিক অবস্থার বিবরণ দিতে গিয়ে শেখ সেলিম বলেন, মশিউলের অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর শরীর থেকে তিন লিটার রক্ত বের হয়ে গেছে। লিভারে বোমার স্প্লিন্টার পাওয়া গেছে। পাকস্থলীও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে এখন আইসিইউতে রাখা হয়েছে। ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না। এদিকে, আগামীকাল দেশে আসছে মশিউলের ছেলে জায়ান চৌধু
শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করল আইএস

শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করল আইএস

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে বার্তা দিয়েছে ইলামিক স্টেট (আইএস)। আইএসের মুখপত্র আমাক নিউজ অ্যাজেন্সি বলছে, গত রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। আমাক নিউজ অ্যাজেন্সি আরো জানিয়েছে, খ্রিস্টান সম্প্রদায়কে টার্গেট করেই হামলা চালানো হয়েছে। বর্তমানে আইএসের যোদ্ধারা সেই হামলা উদযাপন করছে।  আজ মঙ্গলবার নিজেদের সংবাদ সংস্থা ‘আমাক নিউজ এজেন্সি’তে জঙ্গি সংগঠনটি দাবি করে বলেছে, ‘শ্রীলঙ্কার এই কাজ ইসলামিক স্টেটের যোদ্ধাদের ছিল।’ তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি সংগঠনটি। হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে তিনশ ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচশ ২১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।   
ধর্ষণের বিচার চেয়ে মাদ্রাসাছাত্রীর সংবাদ সম্মেলন

ধর্ষণের বিচার চেয়ে মাদ্রাসাছাত্রীর সংবাদ সম্মেলন

বরিশালের হিজলা উপজেলায় ধর্ষণের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে ওই ছাত্রী। এসময় তার বাবাও উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ওই ছাত্রী বলে, আমি উপজেলার ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উপজেলার চর মেমানিয়া গ্রামের নূরুল হক গাজীর ছেলে সজিব গাজী প্রায়ই আমাকে উত্যক্ত করতো। গত ৩০ মার্চ সন্ধ্যায় বাড়িতে কোনো অভিভাবক না থাকার সুযোগে সজিব ধর্ষণ করে। এসময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সজিব পালিয়ে যায়। অভিযোগ করে ওই ছাত্রী বলেন, এ ঘটনার বিচার চেয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে গেলে তিনি ছেলেপক্ষের থেকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষণের পরিবর্তে ধর্ষণচেষ্টার মামলা নেয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ধর্ষ
’ক্রাইস্টচার্চের প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় এই হামলা’

’ক্রাইস্টচার্চের প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় এই হামলা’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের সময় একের পর এক বোমা হামলা চালানো হয়। শ্রীলঙ্কার পার্লামেন্টে আজ মঙ্গলবার এক অধিবেশনে দেশের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান ওয়াইজেবর্ধনে এ মন্তব্য করেন। দ্য গার্ডিয়ান অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  পার্লামেন্টে ওয়াইজেবর্ধনে বলেন, হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩২১ জনে পৌঁছেছে। এর মধ্যে ৩৮ জন বিদেশি। রোববারের এই হামলায় আহত হয়েছেন ৫২১ জন। হামলার ঘটনার আগে একটি গোয়েন্দা সংস্থার স্মারকে বলা হয়, সন্ত্রাসী দলের একজন সদস্য তাঁর সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টে চরমপন্থী বিষয়ক বিভিন্ন লেখা পোস্ট করতে শুরু করেছিলো। সন্ত্রাসবাদ বিষয়ে বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এ ধরনের গভীর ও জটিল হামলা চালাতে যে সরঞ্জাম লাগে, এর প্রস্তুতিতে কয়েক মাস সময় দরকার। এর মধ্যে আত্মঘাতী সদস্য জোগাড় করা ও বিস্ফোরকদ্রব্য পরীক্ষ
স্কুলছাত্রীকে ধর্ষণ, পালিয়েছে কোচিং সেন্টারের মালিক

স্কুলছাত্রীকে ধর্ষণ, পালিয়েছে কোচিং সেন্টারের মালিক

চট্টগ্রামের লোহাগাড়ায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কোচিং সেন্টারের মালিকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ‘সৃজনশীল কোচিং সেন্টার’ বন্ধ করে পালিয়েছে ধর্ষক সাইফুল ইসলাম। গত ১২ এপ্রিল (শুক্রবার) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। গত ১৫ এপ্রিল এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন স্কুলছাত্রীর মা। বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই কোচিং সেন্টার বন্ধ করে আসামি আত্মগোপনে চলে গেছে। তবে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।’ মামলার বিবরণে জানা গেছে, লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদের আব্দুস সোবহানের ছেলে সাইফুল ইসলাম কিছুদিন আগে এলাকায় 'সৃজনশীল' নামে একটি কোচিং সেন্টার চালু করে। সাইফুলের অনুরোধে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী, তার বোন ও দুই ভাইকে ওই কোচিং সেন্টারে ভর্তি করানো হয়। সেই থেকে সাই
নারীদের সচেতনতার বার্তা দিতে ৬৪ জেলা সফরে রেশমা

নারীদের সচেতনতার বার্তা দিতে ৬৪ জেলা সফরে রেশমা

নারীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং প্রতিটি নারীর কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে দেশের ৬৪টি জেলা ঘুরার ব্যতিক্রমী কার্যক্রম হাতে নিয়েছেন সিলেটের ভ্রমণ কন্যা রেশমা জান্নাতুল রুমা। আজ মঙ্গলবার সিলেট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা ভ্রমণ শুরু করবেন। শুরুতে তিনি চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় ভ্রমণ করবেন। প্রতিটি জেলায় নারীদের নিয়ে পৃথক পৃথক সেমিনার করবেন। সচেতনতার বার্তার মধ্যে থাকছে বিভিন্ন ধরণের ক্যান্সার নিয়ে আলোচনা, যৌন হয়রানি, বাল্য বিবাহ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রভৃতি। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তিনি ৬৪ জেলা ঘোরার ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পন্ন করবেন। গতকাল সোমবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শুভ কামনা জানিয়েছেন। মেয়র আরিফ স্বাগতিক টি-শার্ট দিয়ে রেশমা জান্নাতুল রুমার এই সাহসী উদ্যোগের ভ