বোমা হামলায় আহত শিশুর মুখে হাসি - Women Words

বোমা হামলায় আহত শিশুর মুখে হাসি

সিরিয়ায় বোমা হামলায় আহত এক মেয়ে শিশুর ভিডিও অনলাইনে বেশ সাড়া ফেলেছে। শনিবার দেশটির আলেপ্পো থেকে কয়েকটি বাসের মাধ্যমে আটকে পড়া মানুষদের নিয়ে যাচ্ছিল একটি বহর। এ সময় এ হামলার ঘটনা ঘটে। এতে ৬০  শিশুসহ ১২৬ জন নিহত হয়েছেন। ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।   

বোমা হামলায় ছোট্ট মেয়েটি উড়ন্ত একটি বস্তুর আঘাতে আহত হয়। এরপর তাকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাকে মাথায় ইনজুরির জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে। মাথায় ব্যান্ডেজের কারণে তার দৃষ্টিশক্তি সীমিত হয়েছিল। অল্প কিছু দৃশ্যই সে দেখতে পাচ্ছিল। এছাড়া জখমের কারণে তার যন্ত্রণা হওয়াও স্বাভাবিক বিষয়। তার পোশাকের ওপর ছিল বেশ কিছু রক্তের দাগ। মাথার প্লাস্টারেও ছিল প্রচুর রক্ত। এ সময় অ্যাম্বুলেন্সে তার ভিডিওটি করা হয়।

ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওতে দেখা যায় কেউ একজন তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। সম্ভবত একজন প্যারামেডিক তাকে ডাকে এবং তার উত্তরে সে মাথা ঘুরিয়ে হাসি উপহার দেয়। অত্যন্ত যন্ত্রণার মধ্যেও নির্মল হাসির এ ভিডিওটি অনলাইনে বেশ সাড়া ফেলেছে।

ভিডিওতে দেখুন সেই দৃশ্যটি