আতিয়া মহল এর পাশের ভবন থেকে তিনদিন পর বৃদ্ধাকে উদ্ধার - Women Words

আতিয়া মহল এর পাশের ভবন থেকে তিনদিন পর বৃদ্ধাকে উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলের পাশের সাদা রঙ এর ভবন থেকে থেকে জ্যোৎস্না রাণী দেব নামের এক বৃদ্ধাকে উদ্ধার করেছেন সেনা কমান্ডোরা। ৬৫ বছর বয়সী এ বৃদ্ধা জানান, শুক্রবার থেকে চা ছাড়া আর কিছুই খাননি তিনি।

পরিবারের বাকি সদস্যরা তাঁকে রেখে চলে যাওয়ায় পঞ্চম তলার একটি কক্ষে আটকা পড়েছিলেন তিনি। রোববার সকাল ১১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

জানা যায়, জঙ্গি অভিযান শুরুর পর জ্যোৎস্না রাণীর ছেলে ও পুত্রবধু তাঁকে রান্না ঘরে আটকে রাখেন। এজন্য বৃদ্ধার আটকে থাকার খবর জানতে পারেননি সেনা সদস্যরা।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল আলম জানান, জ্যোৎস্না রানীর কোন জখম হয়নি, আতংক আর খেতে না পেয়ে তিনি দুর্বল হয়ে পড়েছেন, তাঁকে চিকিৎসা দেয়া হয়েছে।

ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, জ্যোৎস্না রাণী আশঙ্কামুক্ত। তবে না খাওয়ার কারণে তিনি অসুস্থ। তাকে কয়েকটা পরীক্ষা করানো হচ্ছে।

গতকাল শনিবার ওই ভবনের ৭৮ জন বাসিন্দাকে অক্ষত উদ্ধার করেন সেনা সদস্যরা।