ফ্যাশন জগত বিষয়ে প্রতিবাদী ব্রি লারসন - Women Words

ফ্যাশন জগত বিষয়ে প্রতিবাদী ব্রি লারসন

নারী অধিকার নিয়ে বরাবরই সোচ্চার তিনি। এবার তিনি প্রতিবাদ জানালেন ফ্যাশন জগত নিয়ে। অস্কার বিজয়ী অভিনেত্রী ব্রি লারসন প্রতিবাদ জানিয়েছেন ফ্যাশনজগতে নারীর উপস্থাপনা নিয়ে।
সেখানে নারীকে চরম অপমান করা হয় উল্লেখ করে ‘রুম’ অভিনেত্রী জানিয়েছেন নিজের অভিজ্ঞতা, ‘আমি যখন ফ্যাশনজগতে আসি, নানা ধরনের বিব্রতকর অভিজ্ঞতা হয়। প্রথম যখন ফটোশুট করতে যাই আমাকে এক টুকরো কাপড় দেওয়া হলো, সেটাই পরতে হবে। অথচ ছেলেদের জন্য আলাদা কস্টিউম থাকে, সেটা ঠিকঠাকমতো লাগছে কি না দেখার জন্য লোক থাকে। মেয়েদের স্রেফ এক টুকরো কাপড় দেওয়া হয়। ’ ফ্যাশনজগতে প্রতিভার চেয়ে শরীরকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলেও অভিযোগ ব্রির। প্রায় একই অভিজ্ঞতা অভিনয়জগতেও। অডিশন দিতে গিয়েও ‘আপত্তিকর’ অনুরোধ শুনতে হয় অভিনেত্রীকে, ‘সেটা বিশেষ কোনো চরিত্রের জন্য ছিল না। আমি স্নিকার্স আর ট্রাউজার পরে গিয়েছিলাম কিন্তু তারা আমাকে দেখে খুশি হতে পারেনি। বলা হলো, মিনি স্কার্ট আর হিল পরে আসতে। ’