পাকিস্তানে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন নিষিদ্ধ হলো - Women Words

পাকিস্তানে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন নিষিদ্ধ হলো

পাকিস্তানে প্রকাশ্যে ভ্যালেন্টাইন্স ডে’র উদযাপন নিষিদ্ধ করেছে ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে দেশের সব সরকারি অফিসকেও এই নির্দেশ মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্যালেন্টাইন্স ডে’র একদিন আগে আজ (সোমবার) বিচারপতি শওকাত আজিজ এ নির্দেশ দেন। শুনানিতে তিনি ফেডারেল মিনিস্ট্রি অব ইনফরমেশন, পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) এবং ইসলামাবাদ হাইকমিশনকে আদালতের আদেশ দ্রুত কার্যকর করা হয়েছে কি না- তার প্রতিবেদন দিতে বলেছেন।

একই সঙ্গে দেশের সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকেও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন ডে সংক্রান্ত সব ধরনের প্রচারণা, সংবাদ ও ফিচার প্রকাশ বন্ধ করতে।

আব্দুল ওয়াহিদ নামে এক নাগরিকের দাখিল করা পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দিলেন। তিনি আবেদনে আদালতকে বলেন, মূলধারার মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যালেন্টাইন্স ডে সংক্রান্ত প্রচারণা ইসলামী জীবনবিধান বিরোধী এবং এসব দ্রুত নিষিদ্ধ করা উচিৎ।