জেএসসি ও জেডিসি পরীক্ষায় মেয়েরা এগিয়ে - Women Words

জেএসসি ও জেডিসি পরীক্ষায় মেয়েরা এগিয়ে

এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানা যায়, এ বছর পরীক্ষায় মোট ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫জন।

পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রের মধ্যে পাস করেছে ১০ লাখ ১৮ হাজার ৯১৯ জন। ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৯২ ভাগ। আর ছাত্রী পাস করেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৬ জন, পাসের হার ৯৩ দশমিক ১৭ ভাগ। ছেলেদের চেয়ে মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে শূন্য দশমিক ২৫ ভাগ।

আগের বছর ২০১৫ সালে মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৬০ হাজার ৭৯৬ জন। পাসের হার ছিল ৯২ দশমিক ২৪ ভাগ। ছাত্রী ১২ লাখ ১১ হাজার ৪৯৩জন, পাসের হার ছিল ৯২ দশমিক ৪২ভাগ। এক্ষেত্রে ১ লাখ ৫০ হাজার ৬৯৭ জন ছাত্রী বেশি অংশ নিয়েছিল। পাসের হারেও মেয়েরা এগিয়ে ছিল শূন্য দশমিক ১৮ ভাগ।

এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬ হাজার ৩৪৫জন। ছাত্রী ১ লাখ ৪১ হাজার ২৪৩জন। এ ক্ষেত্রে মেয়েরা বেশি জিপিএ পায় ৩৪ হাজার ৮৯৮জন। আগের বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন। এর মধ্যে ছাত্র ৮৪ হাজার ৯৬০ জন। ছাত্রী ১ লাখ ১১ হাজার ৩০৩ জন।