অক্টোবর ২৩, ২০১৬ - Women Words

Day: অক্টোবর ২৩, ২০১৬

আ.লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আ.লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি শেখ হাসিনা । আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। এসময় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট  ইউসুফ হোসেন হুমায়ুন এই প্রস্তাব সমর্থন করেন। এ সময় উপস্থিত কাউন্সিলররাও তা সমর্থন করেন।   ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক হওয়ার আগে তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
বদরুলকে শাবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার

বদরুলকে শাবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় বদরুল আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আজ রবিবার এ সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন। বদরুল বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগে ভর্তি হন। তিনি ছিলেন শাবি’র অনিয়মিত ছাত্র। তিনি ছাত্রলীগের বিশ্ববিদ‌্যালয় শাখার সহসম্পাদক ছিলেন। গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাকে এমসি কলেজে কুপিয়ে জখম করেন বদরুল। পরদিন বদরুলকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল বিশ্ববিদ‌্যালয়ের প্রক্টরিয়াল কমিটি। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্যের একটি 'ফ্যাক্ট ফাইন্ডিং' কমিটি গঠন করা হয়েছিল। 'ফ্যাক্ট
আমি বেঁচে থাকতেই দলে নতুন নেতৃত্ব আনুন: প্রধানমন্ত্রী

আমি বেঁচে থাকতেই দলে নতুন নেতৃত্ব আনুন: প্রধানমন্ত্রী

দলের কাউন্সিলরদের নতুন নেতৃত্ব খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি (শেখ হাসিনা) থাকতে থাকতে নতুন নেতৃত্ব আনুন। আমি চাই বেঁচে থাকতেই নতুন নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করতে।’ শেখ হাসিনার এই বক্তব্যের জবাবে কাউন্সিলররা ‘না’ ‘না’ বলে সমস্বরে চিৎকার করেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ রোববার সকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের দ্বিতীয় দিনের শুরুতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন। শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ৯টা ৪০ মিনিটে কাউন্সিল অধিবেশন শুরু হয়। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা অধিবেশনের উপস্থিত রয়েছেন। কাউন্সিল অধিবেশনে যোগ দেওয়া দুজন কাউন্সিলর বলেন, কাউন্সিলররা এবার সভাপতি পদে কোনো পরিবর্তন দেখতে চান না বলে তাঁদের মতামত জানিয়ে দিয়েছেন। কাউন্সিলে প্রধানম
এবারও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জেএসসি পরীক্ষা

এবারও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জেএসসি পরীক্ষা

এবারও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জেএসসি-জেডিসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষা নির্ধারিত সময়েই হবে বলেও জানান তিনি। তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব না নেওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জেএসসি-জেডিসি পরীক্ষা হবে। এ বিষয়ে দ্বিধা-দ্বন্দ্ব বা অনিশ্চিয়তার কিছু নেই।   রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার আওতায় আনার সিদ্ধান্ত নেয়ার ফলে এবার জেএসডি-জেডিসি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হওয়ার কথা ছিল। কিন্তু ২০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে তারা ‘না’ বলে দেয়। তিনি বলেন,“এই পরীক্ষার দায়িত্ব শিক্ষা মন্ত্রনালয়কে নিতে বলেছে। যেহেতু তারা (গণশিক্ষা মন্ত্রণালয়) অপারগতা প্রকাশ করেছে, আমরা দায়িত্ব নিচ্ছি, এই পরীক্ষা আগের মতই নেব। আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা হবে না।” শিক্ষ
দেউলিয়া হচ্ছেন লিন্ডসে লোহান!

দেউলিয়া হচ্ছেন লিন্ডসে লোহান!

লন্ডনের নাইটস ব্রিজ এলাকায় নেওয়া বিলাসবহুল ফ্ল্যাটের ৪২ লাখ মিলিয়ন ডলার ভাড়া পরিশোধে ব্যর্থ হওয়ায় দেউলিয়া ঘোষণা করা হতে পারে হলিউডের আলোচিত অভিনেত্রী লিন্ডসে লোহানকে। ওই ফ্ল্যাটের মালিক বলেছেন, ভাড়া পরিশোধ না করলে লিন্ডসেকে যাতে দেউলিয়া ঘোষণা করা হয়, সেজন্য তিনি আদালতের শরনাপন্ন হবেন। হলিউড তারকার ছয় মাসের ফ্ল্যাট ভাড়া বকেয়া রয়েছে। মালিক তাকে ৮ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। চাইল্ড অ্যান্ড চাইল্ড সলিসিটর ফার্মের পক্ষ থেকে ইতোমধ্যে লোহানের কাছে সেই চিঠি পৌঁছে দেওয়াও হয়েছে। উল্লেখ্য, প্রেমিক ডেনিস পাপাজিওর্গির সঙ্গে গ্রিসে নতুন একটি ক্লাব উদ্বোধনের পরই লোহানের দেউলিয়ার হওয়ার খবর প্রকাশিত হলো।
তরুণী বধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ

তরুণী বধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ

প্রতিবেশী তরুণী বধূকে টেলিফোনে উত্যক্ত করত বলে অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ডেকে ডেকে ভাব জমানোরও চেষ্টা করত সে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পুকুর পাড় থেকে বছর একুশের সেই বধূর দেহ উদ্ধারের পরে অভিযোগ উঠেছে, ওই যুবকই ধর্ষণ করে খুন করেছে তাঁকে। ঘটনাস্থল, ভারতের দক্ষিণ ২৪ পরগনার উস্তি। থানায় অভিযোগ দায়ের হয় আলমগীর লস্কর নামে প্রতিবেশী ওই যুবকের নামে। শনিবার ধরা পড়ে সে। আলমগীরের মা করিনা বিবি স্থানীয় রঙ্গিলাবাদ পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তাঁর স্বামী মহসিন লস্করকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মেয়েটির শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি কাছাকাছি। মেয়ের বাবা বলেন, ‘জামাই কর্মসূত্রে বাইরে থাকে। দু’মাসের আগে ফেরে না। এই সুযোগকে কাজে লাগিয়ে আলমগীর নানাভাবে মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়েছিল। বিরক্ত করতে মেয়েকে। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন এবং আমরা তাতে আপত্তি করেছিলাম।’ এ নিয়ে আলমগীরের পরিবারের সঙ্গ
মিশেল কাঁটায় হিলারিকে বিদ্ধ করার চেষ্টা ট্রাম্পের

মিশেল কাঁটায় হিলারিকে বিদ্ধ করার চেষ্টা ট্রাম্পের

কাটাঁ দিয়ে কাঁটা তোলা যাকে বলে। প্রতিপক্ষ হিলারি ক্লিনটনকে এক হাত নিতে গিয়ে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকেই ব্যবহারের চেষ্টা করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত কাল নর্থ ক্যারোলাইনার এক সভায় বললেন, ‘হিলারির হয়ে প্রচার ছাড়া উনি আর কিছুই চাইছেন না। অথচ এক সময় তিনি নিজেই হিলারির হোয়াইট হাউসে আসার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।’ এমনকী মিশেল সে বার হিলারির ঘর-সামলানো নিয়েও খোঁটা দিয়েছিলেন বলে দাবি ট্রাম্পের। ২০০৭-এর কথা। ওবামার হয়ে প্রচারে নেমে মিশেল সে বার একাধিক সভায় বিঁধেছিলেন দলীয় প্রতিদ্বন্দ্বী হিলারিকে। কালকের সভায় সে প্রসঙ্গ তুলেই ট্রাম্প বলেন, ‘‘এখন তো শুধুই উল্টো কথা শুনি। তবে উনি যে হিলারিকে ঠিক কতটা ভালবাসেন, তার প্রমাণ আগেই পেয়েছি। আজ গুণ গাইছেন। কিন্তু এক সময় ইনিই না হিলারিকে বলেছিলেন—নিজের ঘরেরই যে খেয়াল রাখতে পারে না, সে আবার দেশের খেয়াল রাখবে কী!’’