স্ন্যাপচ্যাটের সুবিধা নিয়ে ইনস্টাগ্রামে ‌‘স্টোরিজ’ ফিচার - Women Words

স্ন্যাপচ্যাটের সুবিধা নিয়ে ইনস্টাগ্রামে ‌‘স্টোরিজ’ ফিচার

স্ন্যাপচ্যাটের আদলে ফেইসবুকের অ্যাপ ইনস্টাগ্রাম চালু করেছে ‘স্টোরিজ’ ফিচার । এটি কাজে লাগিয়ে ১০ সেকেন্ডের ভিডিওতে বিভিন্ন কমেন্ট যুক্ত করে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানোর সুযোগ মিলবে। চাইলে বিভিন্ন ধরনের ডুডল বা ছবিও যুক্ত করা যাবে। বিনিময় করা ভিডিওগুলো ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছেও যাবে। ব্যবহারকারীরা চাইলে কোন কোন ব্যক্তি ভিডিওগুলো দেখেছেন সেটির তথ্যও জানতে পারবেন।

স্ন্যাপচ্যাট অ্যাপে বিনিময় করা ছবি ১০ সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। ফলে ব্যবহারকারীরা একে অপরের কাছে বিভিন্ন গোপনীয় ছবিও নিশ্চিন্তে পাঠিয়ে থাকেন। এ জন্য অল্পবয়সী ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় অ্যাপটি। বিষয়টি মাথায় রেখে স্ন্যাপচ্যাটের আদলে নতুন এ সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০ কোটি। – ইন্টারনেট থেকে