আমাদের সমাজ খুবই সমালোচনাপ্রবণ - Women Words

আমাদের সমাজ খুবই সমালোচনাপ্রবণ

বলিউডের সিনেমা সংবাদের চেয়ে বেশি প্রাধান্য পায় প্রেমের গুজব বিষয়ক খবরগুলো। কার সঙ্গে কার প্রেম চলছে, কার সঙ্গে কার প্রেম ভেঙ্গে গেল এনিয়ে যেন পাঠকেরও কৌতুহল বেশি। তাই সামাজিক অনুষ্ঠানে বা ব্যক্তিগত ভ্রমণে গিয়ে স্বস্তিস্তে থাকতে পারেন না তারকারা। হয়তো কোন অনুষ্ঠানে বন্ধু বা সহশিল্পীর সাথে গেছেন কোন নায়িকা। বাড়ি ফেরার আগেই সেটা সংবাদ হয়ে গেছে। ভারতের প্রচলিত সমাজব্যস্থাকেই এর জন্য দায়ী করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
‘উড়তা পাঞ্জাব’ তারকার মতে, এখানে ছেলেমেয়ের সম্পর্ক এখনো স্পর্শকাতর ইস্যু। কোনো মেয়ের বন্ধু বা প্রেমিক থাকবে সেটা এখনো মানুষের মানতে কষ্ট হয়, কারো একাধিক প্রেমিক থাকার বিষয় তো বিরাট ঘটনা। এসব নিয়ে মেয়েদের এত অপমান করা হয় যে ভারতে কোনো অভিনেত্রীই নিজেদের প্রেম নিয়ে মুখ খুলতে চান না।’
সাম্প্রতিক সময়ে ছবির চেয়ে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম নিয়ে বেশি প্রশ্ন শুনতে হচ্ছে এই অভিনেত্রীকে। এই বিষয়ে নিজেকে দুর্ভাগাই মনে হচ্ছে তাঁর, ‘টেইলর সুইফটকে দেখুন, ও কতগুলো প্রেম করেছে অথচ কারো মাথাব্যথা নেই। আমরা ভারতের বলেই এত ঘটনা। আমাদের সমাজ খুবই সমালোচনাপ্রবণ।’