আগস্ট ২২, ২০১৬ - Women Words

Day: আগস্ট ২২, ২০১৬

চট্টগ্রামে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে অসুস্থ ২৫

চট্টগ্রামে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে অসুস্থ ২৫

চট্টগ্রামের একটি সার কারখানায় একটি কনটেইনার ছিদ্র হয়ে আশপাশে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।      চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া  বলেন, রাত পৌণে একটা পর্যন্ত গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত ২৫ জনকে ভর্তি করা হয়েছে। আনোয়ারা উপজেলায় কর্ণফুলীর পাড়ে ড্যাপ-১ কারখানাটি অবস্থিত। দুর্ঘটনার ফলে গ্যাস নদীর এপারে বন্দর ও হালিশহর এলাকায়ও ছড়িয়ে পড়েছে। বন্দর অঞ্চলের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ড্যাপ-১ নামের কারখানাটি চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের পাশে অবস্থিত। ছিদ্র হয়ে পড়া কনটেইনারে ৫০০ টন অ্যামোনিয়াম ফসফেট রয়েছে। ড্যাপ-১ এর ব্যবস্থাপক অমল বড়ুয়া জানান, ‌‌‌‘গ্যাস লিক হয়েছে। কতজন
অনলাইনে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু নিয়ে অপপ্রচারে যাবজ্জীবন

অনলাইনে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু নিয়ে অপপ্রচারে যাবজ্জীবন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বিষয়ে অনলাইনে অপপ্রচার চালালে বা মদদ দিলে যাবজ্জীবন কারাদন্ডের বিধান রেখে আইন করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার। পাশাপাশি সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৬’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ধরনের সাইবার অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছর জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সভা শেষে সাংবাদিকদের বলেন, কেউ যদি ইলেকট্রনিক মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা বা আদালত থেকে মীমাংসিত মুক্তিযুদ্ধবিষয়ক বিষয়াবলী বা জাতির পিতার বিরুদ্ধে কোনো প্রচার, প্রগাগান্ডা চালান বা তাতে মদদ দেন,তবে তিনি যাবজ্জ
তুরস্কে বোমা হামলায় নিহতদের বেশিরভাগই শিশু

তুরস্কে বোমা হামলায় নিহতদের বেশিরভাগই শিশু

তুরস্কের গাজিয়ানটেপ শহরে কুর্দিদের একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। দেশটির সংবাদমাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে। একজন কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ১৪ বছরের কমবয়সী শিশু রয়েছে ২২ জন এবং ২৯ জনের বয়স ১৮ বছরের নীচে। এর আগে প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, ১২-১৪ বছর বয়সী এক শিশু এই আত্মঘাতী হামলাটি চালিয়েছে। এই হামলার জন্য ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীকেও দায়ী করেছেন তিনি। সিরিয় সীমান্ত থেকে গাজিয়ানটেপের দূরত্ব ৬৪ কিলোমিটার। দূরত্ব কম হওয়ায় শহরটির কয়েকটি জায়গায় আইএস-এর তৎপরতা রয়েছে। সংবাদমাধ্যম ‘দ্য হারিয়েত’ এর প্রতিবেদনে বলা হয়, তুরস্কের কর্মকর্তারা হামলাকারীর পরিচয় বের করার চেষ্টা করছেন এবং তার ডিএনএ টেস্টের ফলাফল আসার অপেক্ষা করছেন। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, হামলায় যে ধরনের বোমা ব্যবহার হয়েছে, সে ধরনের বোমা আগের ক
রিমান্ড শেষ, চলছে হাসনাত করিমের দেওয়া তথ্যের যাচাই-বাছাই

রিমান্ড শেষ, চলছে হাসনাত করিমের দেওয়া তথ্যের যাচাই-বাছাই

গুলশান হামলার মামলায় গ্রেফতার বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাকে নতুন করে রিমান্ডে নেয়ার আবেদন করেনি পুলিশ। হাসনাত করিমের আইনজীবীরা তার জামিনের আবেদন করলে আদালত আগামী বুধবার জামিনের শুনানির দিন ধার্য করে। গুলশান হামলায় হাসনাত করিমই প্রথম ব্যক্তি যাকে আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে গত ১৩ আগস্ট যখন এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়, তখন পুলিশ জানিয়েছিল যে গুলশান হামলায় হাসনাত করিমের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ তারা পেয়েছে। এরপর তাকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়। এই মামলায় গ্রেপ্তার দেখানোর আগে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বলেছেন, রিমান্ডে হাসনাত করিমের কাছ থেকে গুলশান হামলা সম্পর্কে নানা তথ্য পেয়েছেন তারা এবং সেস
ছেলের মৃত্যুদণ্ড, মায়ের যাবজ্জীবন

ছেলের মৃত্যুদণ্ড, মায়ের যাবজ্জীবন

জমি নিয়ে জেরে ছয় বছর আগে এক ব‌্যাংক কর্মকর্তাকে খুনের দায়ে প্রতিবেশী এক তরুণকে মৃত্যুদণ্ড এবং তার মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত। চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জামান সোমবার এ রায় দেন। দণ্ডিতরা হলেন হুমায়ুন কবির ও তার মা শামসুন্নাহার। মৃত্যুদণ্ডের পাশাপাশি হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি সমীর দাশগুপ্ত বলেন, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৬ জুন চন্দনাইশ সদরে রূপালী ব্যাংক কর্মকর্তা মনির আহমদ খুন হন। এ ঘটনায় মনির আহমদের ছেলে তানভীর আহমেদ বাদী হয়ে শামসুন্নাহার এবং তার দুই ছেলে হুমায়ুন কবির ও শাওনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় নিজের বাড়িতে শ্রমিকদের সঙ্গে নিয়ে কাজ করছিলেন মনির আহমদ। এসময় হুমায়ুন ও শামসুন্নাহ
দেশে ফিরেছেন কাটার মাস্টার

দেশে ফিরেছেন কাটার মাস্টার

দেশে ফিরেছেন বাংলাদেশের আলোচিত তরুণ ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। সেখান থেকে মুস্তাফিজ মিরপুরে মামার বাসায় চলে যান। গত শুক্রবার তাঁর ফেরার কথা থাকলেও তিনদিন পর তিনি দেশে ফিরলেন। প্রসঙ্গত, ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলতে গত ২০ জুলাই দেশ ছাড়েন মুস্তাফিজ। তবে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের দ্বিতীয় ম্যাচেই কাঁধে চোট পাওয়ায় আর মাঠে নামতে পারেননি তিনি। এরপর গত ১২ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস অস্ত্রোপচার করেন মুস্তাফিজের কাঁধে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সম্পূর্ণ ফিট হতে পাঁচ মাস সময় লাগবে বাঁহাতি এই পেসারের।
বসুন্ধরা সিটির আগুন নিভলেও প্রচুর ধোয়া

বসুন্ধরা সিটির আগুন নিভলেও প্রচুর ধোয়া

বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার প্রায় ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো প্রচুর ধোয়া রয়েছে। বন্ধ থাকা বহু দোকানের ভেতরে পণ্য পুড়ে সেখান থেকেই এ ধোয়া আসছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপপরিচালক অজিত কুমার ভৌমিক জানিয়েছেন, লেভেল চার, পাঁচ ও ছয়ের অনেক দোকানের তালা খোলা সম্ভব হয়নি। সেখান থেকেই মূলত ধোয়া বের হচ্ছে। তবে সেগুলো দ্রুত নেভানোর চেষ্টা চলছে। এদিকে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোন ধারণা দিতে পারেননি মি. ভৌমিক। তিনি জানিয়েছেন, সকাল থেকে ফায়ার সার্ভিস ও শপিং মলের কর্মীরা মিলে সেখানকার পানি সরানোর কাজ করছে। ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে-ও এই বিপণী বিতানে অগ্নিকান্ডে সাতজন নিহত হয়। সূত্র : বিবিসি এ সংক্রান্ত অন্য সংবাদ বসুন্
পর্দা নামলো রিও অলিম্পিকের

পর্দা নামলো রিও অলিম্পিকের

ব্রাজিলের রিও ডি জেনিরোতে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর পর্দা নামলো। শেষ বেলায়ও বর্ণিল আয়োজনে কমতি রাখেনি সাম্ব্যার দেশটি। বৃষ্টি বিড়ম্বনাকে উপেক্ষা করে রিও’র মাঠে চলছে নৃত্য, ডিসপ্লে আর আনন্দ কোলাহল। হাজার হাজার দর্শক মাঠে এসে উপভোগ করছেন সমাপণী অনুষ্ঠান। জাতীয় পতাকা বহনকারীরা-ও এই উৎসবে আলাদা-আলাদাভাবে নিজেদের দলের সঙ্গে পতাকা নিয়ে যাননি। বরং সকল পতাকাবাহীরা একসঙ্গে একটি দল হিসেবে এসেছেন। বলা হচ্ছে, ‘টুগেদারনেস’বা যূথবদ্ধতার প্রতীক হিসেবেই করা হয়েছে এই আয়োজন। এবার পেছন ফিরে দেখা যাক এবারের আসর। এবারের অলিম্পিকে সর্বোচ্চ ৪৬টি সোনা নিয়ে প্রথমস্থানে যুক্তরাষ্ট্র। ২৭টি সোনা নিয়ে এরপরই অবস্থান ব্রিটেনের। একটি সোনা কম নিয়ে ততৃীয়তে আছে চীন। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে রাশিয়া ও জার্মানি। শেষ দিনে রিও অলিম্পিকের পুরুষদের ম্যারাথন জিতেছেন কেনিয়ার ইলিউড কিপচোগ। মোট দুই ঘণ্টা আ