জীবন শঙ্কার মুখে রবিউলের নবজাতক কন্যা - Women Words

জীবন শঙ্কার মুখে রবিউলের নবজাতক কন্যা

অস্ত্রোপাচারের মাধ্যমে জন্ম নিয়েছে পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের এক কন্যা সন্তান। রবিবার দিবাগত রাত ১২টা ২৮ মিনিটে এনাম মেডিকেলে জন্ম হয় মেয়েটির।  মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গিদের হাতে নিহত হন।

রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে রবিউলের স্ত্রীকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সোমবার সকালে রবিউলের স্ত্রীর অস্ত্রপাচারের কথা থাকলেও শারিরীক অবনতির কারণে রাতেই অপারেশন করেন প্রসূতি চিকিৎসক ডা. কামরুন্নেসা।

এদিকে মা উম্মে সালমার শারীরিক অবস্থা ভালো হলেও শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

নিহত রবিউল ইসলামের ভাই শামসুজ্জামান শামস জানান, চিকিৎসকরা প্রথমে ইচথায়োসিস নামে একটি চর্ম রোগের আশঙ্কা করলেও পরে ল্যামেলার ইচথায়োসিস নামে অপর একটি চর্ম রোগের কথা জানান চিকিৎসকরা।

এনাম মেডিকেল কলেজের চর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোকন উদ্দিন শিশুটিকে পর্যবেক্ষণ করে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র : দৈনিক জাগরণ