বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ৮২ - Women Words

বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ৮২

ইরাকের রাজধানী বাগদাদে দুইটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮২ জন নিহত ও ২০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ব্যস্ত শপিং এলাকায় শনিবার মধ্যরাতে এসব হামলা চালানো হয়। ইরাকের পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
তবে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিহতের সংখ্যা ৭৯ বলে উল্লেখ করেছে। অনলাইনের এক বিবৃতিতে এই হামলাগুলোর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস।
সেহরির সময় কারাদায় একটি ট্রাকভর্তি বোমা বিস্ফোরণ করা হয় এবং এতে ৮০ জন নিহত হন। এ সময় অনেকে শপিং করছিলেন, কেউ কেউ সেহরি খাচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর কারাদার সড়কের মাঝখানে আগুন জ্বলছে। রোববার সকালে রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের কারণে অন্তত চারটি ভবন মারাত্মক কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্বিতীয় বোমা হামলাটি হয় আল শাবাব এলাকায়। এখানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত করা হয়। এতে অন্তত ২ জন নিহত হন।
সূত্রঃ বাংলাট্রিবিউন