মে ৬, ২০১৬ - Women Words

Day: মে ৬, ২০১৬

বজ্রপাতের সময় করণীয়

বজ্রপাতের সময় করণীয়

বজ্রপাতের সময় জরুরি হচ্ছে নিরাপদ স্থানে অবস্থান করা। এ বিষয়ে কয়েকটি পরামর্শ তুলে ধরা হলÑ খোলা জায়গায় কোন বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। গাছ থেকে কমপক্ষে ৪ মিটার দূরে থাকতে হবে। যথাযথ বজ্রনিরোধক দণ্ড ব্যবহার করতে হবে। ঘরের ভেতরে আশ্রয় নিতে হবে। বজ্রপাতের সময় মুঠোফোন বন্ধ রাখতে হবে। ছেঁড়া বিদ্যুতের তার থেকে নিরাপদ দূরত্বে থাকুন। বৈদ্যুতিক তার বা খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকুন। নৌকায় থাকলে নিচু হয়ে পাটাতনে যথাসাধ্য কম স্পর্শ রেখে অবস্থান করুন। সূত্র- আবহাওয়া অধিদপ্তর