প্রেম পর্যটনে সেরা স্থানগুলো... - Women Words

প্রেম পর্যটনে সেরা স্থানগুলো…

Tour Switzerland 01 Women words

ঘুরাঘুরি, বিশেষ করে হানিমুনের জন্য মানুষ সেরা জায়গাগুলোরই খোঁজ করে। কিন্তু সেরা জায়গা নির্বাচন করাও একটা দুরহ কাজ। সেই কাজটা সহজ করে দিয়েছে খ্যাতিমান ভ্রমণ পত্রিকা  ‘লোনলি প্ল্যানেট’।
Tour Switzerland 02 Women words

সবচেয়ে রোম্যান্টিক ডেস্টিনেশন নিয়ে একটি জরিপ চালিয়েছে পত্রিকাটি। তাদের মতে, বিশ্বের মধ্যে সবেচেয় রোমান্টিক ডেস্টিনেশন সুইজারল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে ভূস্বর্গ কাশ্মীর। অর্থাৎ বান্ধবীকে নিয়ে রোমাঞ্চ করতে বিয়ের পর হানিমুনে যাওয়ার জন্য মানুষের পছন্দের তালিকায় এই দুটি স্থান শীর্ষে রয়েছে।
Tour Kasmir 02 Women words

Tour Kasmir 03 Women words

আশ্চর্যের বিষয় হচ্ছে, এতোটা অশান্ত হওয়ার পরও কাশ্মীরের জনপ্রিয়তা কমেনি। ‘এই দুনিয়ায় যদি সত্যিই স্বর্গ থেকে থাকে, তবে তা কাশ্মীরেই’- ফার্সি কবি ও সঙ্গীতজ্ঞ আমির খসরু ঠিকই বলেছিলেন। পর্যটকরা এখনো রাজনৈতিক অশান্তিকে থোরাই কেয়ার করেন। এই পাহাড়ি দেশের প্রেমে যে একবার মজেছে, সে বারবার ফিরে আসে। বর্তমানে প্রতিদিন গড়ে ৪ হাজার জন্য পর্যটক আসে কাশ্মীরে।
লোনলি প্লেনেটের জারিপে সেরা দেশ:
সংস্কৃতি পর্যটনে (আন্তর্জাতিক) : জর্দান
সংস্কৃতি পর্যটনে (ভারত): উত্তরপ্রদেশ রাজ্য

রোমাঞ্চকর অভিজ্ঞতায় (আন্তর্জাতিক): নিউজিল্যান্ড
রোমাঞ্চকর অভিজ্ঞতায় (ভারত): হিমাচল প্রদেশ

মূল্যবোধ (আন্তর্জাতিক): তুরস্ক
মূল্যবোধ (ভারত) : গোয়া

হানিমুন-রোমাঞ্চ (আন্তর্জাতিক): সুইজারল্যান্ড
হানিমুন-রোমাঞ্চ (ভারত) : কাশ্মীর

কেনাকাটায় (আন্তর্জাতিক): দুবাই
কেনাকাটায় (ভারত): দিল্লি

বনজঙ্গল-পশুপাখি (আন্তর্জাতিক): দক্ষিণ আফ্রিকা
বনজঙ্গল-পশুপাখি (ভারত): মধ্যপ্রদেশ

খাদ্য-পানীয় (আন্তর্জাতিক): সিঙ্গাপুর
খাদ্য-পানীয় (ভারত): মুম্বাই

অবকাশযাপনে (আন্তর্জাতিক): মালদ্বীপ
অবকাশযাপনে (ভারত): রাজস্থান

পারিবারিক ভ্রমণ (আন্তর্জাতিক): যুক্তরাজ্য
পারিবারিক ভ্রমণ (ভারত): কেরালা

পর্যটনে সেরা উদীয়মান স্থান (আন্তর্জাতিক): পেরু
পর্যটনে সেরা উদীয়মান স্থান (ভারত): নাগাল্যান্ড