পুলিশ সদস্যের কান্না, কাঁদাচ্ছে পুরোদেশকে - Women Words

পুলিশ সদস্যের কান্না, কাঁদাচ্ছে পুরোদেশকে

রক্তাক্ত ছোট্ট শিশুটিকে নিয়ে তিনি ছুটছেন আর হাউ মাউ করে কাঁদছেন। তার কান্না অশ্রু হয়ে ঝরছিল উপস্থিত হাজারো লোকের চোখে। চিত্রটি দেখলে মনে হবে কোন বাবা বুঝি তাঁর ছোট্ট মেয়েটির এই করুণ অবস্থা থেকে আর নিজেকে সামলাতে পারেননি। কিন্তু যখন জানবেন সত্যি ঘটনা, তখন আপনার চোখ বেয়েও নামবে অশ্রুধারা। আর মনে মনে এই ভেবে প্রশান্তি পাবেন, আহ্ মানুষ তাহলে এখনও অনুভূতিশূণ্য হয়নি।

শিশুটিকে নিয়ে যিনি দৌড়াচ্ছেন তিনি একজন পুলিশ সদস্য। যার কান্না সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে ব্যাপকভাবে নাড়া দিয়েছে দেশের ও দেশের বাইরের অসংখ্য মানুষকে। শের আলী নামের এই পুলিশ সদস্যের ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন স্থানে। আসলে কী হয়েছিল?

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার পানিরছড়া এলাকায় ১১ ডিসেম্বর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের নিচে অন্যান্য যাত্রীদের সাথে তিন ঘণ্টা চাপা পড়ে থাকে ছোট্ট একটি শিশু। অনেক চেষ্টার পর সেনাবাহিনীর সহযোগিতায় রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার জন্য দৌঁড়ানো শুরু করে দেন স্থানীয় বাসিন্দা পুলিশ সদস্য শের আলী।

অপরিচিত এই শিশুটির জন্য তখন চিৎকার করে কাঁদতে থাকেন চট্টগ্রাম ডিবি পুলিশে কর্মরত শের আলী। শের আলীর কান্না দেখে উপস্থিত হাজার হাজার জনতাও তখন চোখের পানি ধরে রাখতে পারেননি।

যমুনা টেলিভিশনের সাংবাদিক ইমরুল কায়েসের তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এস এম হানিফ লিখেছেন, ‘হাজারো স্যালুট পুলিশ শের আলীকে। তোমার মতো এক একটি শের আলী জন্ম নিক প্রতিটি ঘরে ঘরে। শের আলী ভাইয়েরাই আমাদের মানবতা শিখিয়ে দেন। তার মতো লোকরা আমাদের মানবতার শিক্ষক। ‘

উল্লেখ্য, রশিদনগরে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হন। আহত হন ২৫ জনের বেশি।