মাহমুদুল্লাহর দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ১৪১ - Women Words

মাহমুদুল্লাহর দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ১৪১

শুরুতে বড়রকম হোঁচট খাওয়ার পরও মাহমুদুল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত লড়াই করার জন্য মাঝারি মানের পুঁজি সংগ্রহ করেছে বাংলাদেশ দল। এই অভিজ্ঞ ব্যাটসম্যানের অর্ধশতের কল্যাণে নির্ধারিত ওভারে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪১ রান।
টসে জিতে ব্যাটিং বেছে নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল হতাশ করেন শুরুতে। খেলার তৃতীয় ওভারে দলীয় ৫ রানের মাথায় রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল। তামিম ফিরেন ১১ রান করে হুইলারের বলে ব্রোচের হাতে ক্যাচ তুলে দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। সাব্বির ১৬ রান করলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব মাত্র ১৪ রানে এবং সৌম্য সরকার কোন রান করার আগেই ফিরতি পথ ধরলে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে দারুণ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ের মুখে দৃঢ়তার পরিচয় দেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ। তিনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে পাল্টা কামান দাগা শুরু করেন। তাকে সঙ্গ দেন নবীন মোসাদ্দেক হোসেন। এই দুইজনের দৃঢ়তায় বাংলাদেশ শেষ পর্যন্ত বিপর্যয় কাটিয়ে লড়াই করার জন্য মাঝারি মানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। মাহমুদুল্লাহ ৪৭ বলে ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়ে করেন সর্বোচ্চ ৫২ রান। মোসাদ্দেক ১৭ বলে ২টি ছক্কাসহ করেন ২০ রান। এটিই বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ!

নিউ জিল্যান্ডের পক্ষে ফার্গুসন ১৪ রান দিয়ে তুলে নন ৩টি উইকেট ও হুইলার ২টি উইকেট নেন।

এ সংক্রান্ত অন্য সংবাদ-
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ