ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ - Women Words

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

একদিনের সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে শুরুটা মোটেও ভালোর দিকে নয় বাংলাদেশের। আজ নিউ জিল্যান্ডের নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ধুকছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে ১১১ রান তুলতে বাংলাদেশ খরচ করে ফেলেছে ৬ উইকেট।
টসে জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল হতাশ করেন শুরুতে। খেলার তৃতীয় ওভারে দলীয় ৫ রানের মাথায় কোন রান করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল। তামিম ফিরেন ১১ রান করে হুইলারের বলে ব্রোচের হাতে ক্যাচ তুলে দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। সাব্বির ১৬ রান করলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব মাত্র ১৪ রানে এবং সৌম্য সরকার কোন রান করার আগেই ফিরতি পথ ধরলে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে দারুণ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় অভিজ্ঞ মাহমুদুল্লাহ কিছুটা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যাট করছেন। তিনি ২৭ বলে ২২ রান নিয়ে অপরাজিত আছেন। তার সাথে ব্যক্তিগত ১১ রান নিয়ে ক্রিজে আছেন মুসাদ্দেক হোসেন।
নিউ জিল্যান্ডের পক্ষে ফার্গুসন ১৪ রান দিয়ে তুলে নন ২টি উইকেট।