দিল্লিতে মার্কিন পর্যটককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার - Women Words

দিল্লিতে মার্কিন পর্যটককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার

দিল্লীতে বেড়াতে আসা এক মার্কিন পর্যটককে গণ-ধর্ষণ করার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতিএপ্রিল মাসে ভারত সফরের সময় দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে ওই ধর্ষণের ঘটনা ঘটে।  

গ্রেপ্তারকৃতরা হচ্ছে পর্যটক গাইড, গাড়িচালক, পরিচ্ছন্ন কর্মী এবং হোটেল কর্মী।

পুলিশ এখনও তাদের নাম প্রকাশ করেনি। প্রত্যাশা করা হচ্ছে যে ওই নারী পর্যটক আজ মঙ্গলবার তাদেরকে শনাক্ত করবেন।  

২৫ বছর বয়সী ওই পর্যটক পেশায় একজন শিক্ষক এবং পেনসিলভেনিয়ার অধিবাসী। এ মাসের গোড়ার দিকে তিনি ভারতে ফিরে আসেন। ধর্ষকদের খুঁজে বের করে আইনের আওতায় সোপর্দ করাই তার মূল উদ্দেশ্য।

তিনি বলেন, ওই হোটেলে অবস্থান করার সময় নেশার দ্রব্য খাইয়ে সেখানেই তাকে গণ-ধর্ষণ করে এই টুরিস্ট গাইড ও তার সহযোগীসহ পাঁচ ব্যক্তি।

ভারতে বেড়াতে আসা বিদেশী পর্যটকদেরকে যৌন হয়রানী করবার সাম্প্রতিকতম ঘটনা এটি।

দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরণের যৌন সহিংসতা বন্ধ করবার চেষ্টা চালানো হলেও ধারাবাহিকভাবেই বিদেশী পর্যটকেরা যৌন হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ওই তরুণী বলেন, দিল্লি পুলিশ যেভাবে মামলার তদন্ত করছে, বিষয়টিতে আমি খুশি না।

তিনি বলেন, ‘আমি মনে করি, ভারতে পর্যটকদের ধর্ষণের হাত থেকে রক্ষা করার জন্য একটি কঠিন আইন করা উচিত।’

মার্কিন ওই তরুণী আরও বলেন, ভারতে ধর্ষণের ঘটনা বেশি ঘটে এবং বিষয়টিরর প্রতিবিধান জরুরী।   

তিনি আরও বলেন, নারীর নিরাপত্তা একটি বৈশ্বিক সমস্যা এবং তাঁর সাথে যে ঘটনা ঘটেছে, এটাকে আলাদা করে দেখার সুযোগ নেই।.

ধর্ষণের ঘটনা প্রসঙ্গে বলার সময় তিনি ওই পর্যটক গাইড ও দুই হোটেল কর্মচারীর নাম উল্লেখ করেন।

‘দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশের আরও বেশি কিছু করা প্রয়োজন’, উল্লেখ করে ওই নারী বলেন, তিনি কখনই আর ভারতে একা ভ্রমণ করতে আসবেন না।   

ধর্ষণকারীরা দুইদিন ধরে তাঁকে ধর্ষণ করেন বলে সাক্ষাৎকারে জানান তিনি।

 

এ সংক্রান্ত অন্য সংবাদগুলো পড়ুন-
ধর্ষণকারীদের ধরতে পুনরায় ভারতে মার্কিন তরুণী
দিল্লির হোটেলে গণধর্ষণের শিকার এক মার্কিন নারী