জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ নেওয়া যাবেঃ পুলিশ - Women Words

জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ নেওয়া যাবেঃ পুলিশ

ঈদের দিন জাতীয় ঈদগাহে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিরা প্রবেশ করতে পারবেন না। জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আছাদুজ্জামান মিয়া বলেন, ব্যাগসহ ঈদগাহ ময়দান ও জাতীয় মসজিদে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। জননিরাপত্তার স্বার্থে ব্যাগ নয়, জায়নামাজ সঙ্গে নিয়ে আসবেন।
ডিএমপি কমিশনার আরো বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ অন্য যেসব জায়গায় ঈদ জামাত হবে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেসব স্থানে পোশাকে ও সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।
ঈদের দিন জাতীয় ঈদগাহের আশপাশের এলাকায় ছয়টি চেকপোস্ট থাকবে জানিয়ে তিনি বলেন, সব প্রবেশপথে চেকপোস্টে তল্লাশি করা হবে।
ঈদগাহ মাঠের প্রবেশপথে আর্চওয়েতে তল্লাশি শেষে প্রবেশ করানো হবে বলে জানান কমিশনার। নগরবাসীর জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন নিশ্চিত করতে মহানগরীজুড়ে চেকপোস্ট, তল্লাশি, মোবাইল, ফুট ও মোটরবাইক পেট্রোল জোরদার করা হবে।
সূত্রঃ প্রথম আলো