জঙ্গি আস্তানা: গ্রেনেড বিস্ফোরণ করলো এক নারী - Women Words

জঙ্গি আস্তানা: গ্রেনেড বিস্ফোরণ করলো এক নারী

ঢাকার আশকোনার হাজিক্যাম্পের কাছে একটি জঙ্গি আস্তানায় অবস্থান করা এক নারী গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছেন। বোরকা পড়া ওই নারী একটি শিশুসহ ভবনের সামনে এসে গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। তিন তলা ভবনটিকে ঘিরে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ শিশুটিকে রক্তাক্ত অবস্থায় বের করে আনতে সক্ষম হয়েছে এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা মীর সাব্বির জানান গ্রেনেডে আহত নারী ভবনটির সামনে পড়ে আছেন বলে পুলিশের একজন কর্মকর্তা তাকে জানিয়েছেন।

ভেতরে থাকা জঙ্গিরা আর যেন কোন আক্রমণ চালাতে না পারে সেজন্য তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

এর আগে ঢাকারপুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছিলেন, ভেতরে থাকা জঙ্গিদের কাছে বিস্ফোরক ও গুলি রয়েছে।

এর আগে দুই নারীর আত্মসমর্পণ করার সংবাদ দিয়েছিলো পুলিশ। তাদের সাথে দুটি মেয়ে শিশু ছিলো।

আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, যে দুজন আত্মসমর্পণ করেছে তাদের একজন নিহত মেজর (অব:) জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শীলা, আরেকজন পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা।

তিনি বলেন আত্মসমর্পণের সময় তারা একটি পিস্তল পুলিশের হাতে তুলে দেয়।

জাহিদ ঢাকার রূপনগরে পুলিশী অভিযানে নিহত হয়েছিলেন।

আত্মসমর্পণের পর দুই নারী ও শিশুদের তাদের ঘটনাস্থল থেকে মাইক্রোবাসে করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, তিনতলা ভবনটির একটি ফ্লাটে নব্য জেএমবির বড় পর্যায়ের একজন নেতাও রয়েছেন।

সূত্র: বিবিসি বাংলা