
রবীন্দ্রনাথ কোনোদিন আমাকে কল করেননি
ডাঃ রাজীব দে সরকার
ঘুম ভাঙলো একা একাই।
একটু ঘেমে গিয়েছি।
চোখ খুলে একবার মনে হলো, নিজের ঘরটাকেও চিনতে পারছি না।
মোবাইলটা বাজছে। সম্ভবতঃ এ কারণেই ঘুম ভেঙ্গেছে।
- হ্যালো, কে? (ঘুম এখনো কাটেনি আমার কন্ঠে)
- আমি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকোর। তুমি এক সময় আমার কবিতা পড়েছো।
- ও, কি চাই? আমি ভ্যাকসিন সংক্রান্ত কাজে জড়িত নই।
- আমার ভ্যাকসিন লাগবে না, বাবা।
("বাবা" বলায় একটু ঘুম কাটিয়ে কথা বলার চেষ্টা করলাম। কারন রোগীদেরকে 'বাবা' বলে সম্বোধন করতেন আমার সার্জারীর গুরু)
- ও, কেন ফোন দিয়েছেন, কেউ কি অসুস্থ?
- হ্যাঁ অসুস্থ। সেটা বলতেই ফোন দেওয়া।
- জ্বী, বলুন। আমি শুনছি।
- বৈদ্য রাজীব, তোমার সমাজের একদল পুরুষ খুব অসুস্থ।
- আচ্ছা কাল হসপিটালে পাঠিয়ে দেবেন, দেখে দেবো।
- পারবে তো দেখে দিতে? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো। তোমরা কবিতা পড়া ছেড়ে দিলে কেন?