জানুয়ারি ২৪, ২০২২ - Women Words

Day: জানুয়ারি ২৪, ২০২২

জাবি ছাত্রীদের কাছে ক্ষমা চাইলেন শাবি উপাচার্য ফরিদ উদ্দিন

জাবি ছাত্রীদের কাছে ক্ষমা চাইলেন শাবি উপাচার্য ফরিদ উদ্দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যে করার জন্য ক্ষমা চেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজ সোমবার বেলা ১২টার দিকে জাবির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে মোবাইল ফোনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। জাবির জনসংযোগ কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁর বক্তব্য সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে জাবির শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাবির শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলেই আহত হয়েছেন। তিনি এ বিষয়টি অনুধাবন করছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, জাবির উদার ও প্রগতিশীল শিক্ষার্থী ও শিক্ষকগণ তাঁকে ক্ষমা করে দেবেন। এর আগে, শাবিপ্রবিতে মেয়েদের হ
তালিবানদের বিষয়ে কী জানালেন আফগান পর্ন তারকা ইয়াসমিন?

তালিবানদের বিষয়ে কী জানালেন আফগান পর্ন তারকা ইয়াসমিন?

আফগানিস্তানের নয়া শাসক তালিবানরা বিশ্বাস করে যে মেয়েদের আপাদমস্তক ঢেকে রাখা উচিত। তবে সেই আফগানিস্তানেরই একজন নারী প্রাপ্তবয়স্কদের ছবিতে অভিনয় করেন। পেশাদার ওই পর্ন তারকা বর্তমানে আফগানিস্তানে থাকেন না। তবে তালিবান শাসনের প্রথম দফায় তিনি কাবুলেই ছিলেন। তালিবানি হিংসা সামনে থেকে দেখেছেন। তাঁর নাম ইয়াসমিন আলি। ইয়াসমিনের দাবি, তিনিই আফগানিস্তানের প্রথম এবং একমাত্র পর্ন ছবির তারকা। তাঁর আগে বা পরে কেউ আফগানিস্তান থেকে প্রাপ্তবয়স্কদের ছবিতে অভিনয়ের সাহস দেখাননি। পর্ন ছবির দুনিয়ায় ইয়াসমিনের জনপ্রিয়তা আছে। ‘ওনলি ফ্যানস’ এবং ‘পর্ন হাবে’ তাঁর অভিনীত প্রাপ্তবয়স্কদের ছবি প্রায় সবসময়ই দেখা যায়। তারপরও তালিবানরা যে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারেনি, তার কারণ তাঁর সাম্প্রতিক ঠিকানা। ইয়াসমিন এখন ব্রিটেনে থাকেন। শুধু তা-ই নয়, নিজের ধর্মও ছেড়েছেন তিনি। নিজেকে এখন ‘ঈশ্বর অবিশ্বাসী’ বলে
শপথ নিলেন পাকিস্তানের প্রথম নারী বিচারপতি আয়েশা

শপথ নিলেন পাকিস্তানের প্রথম নারী বিচারপতি আয়েশা

পাকিস্তানে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আজ সোমবার শপথ নিয়েছেন আয়েশা মালিক। তিনি হলেন দেশটির প্রথম নারী বিচারপতি। সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানের মাধ্যমে আয়েশা মালিক শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান বিচারপতি গুলজার আহমেদ। শপথ অনুষ্ঠানের পরে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য মালিক যথেষ্ট যোগ্যতাসম্পন্ন। তাঁর পদোন্নতির কৃতিত্ব কেবল তাঁরই। নারী না বিচারক হিসেবে মালিক বিচারপতি হলেন, জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘নারী হিসেবে।’ আয়েশা মালিক প্যারিস ও নিউইয়র্কের স্কুলে পড়াশোনা করেছেন। তিনি লাহোরে পাকিস্তান কলেজ অব ল-এ আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে হার্ভার্ড ল স্কুল কেমব্রিজ থেকে এলএলবি পাস করেন। বিচারপতি মালিকের আইন বিষয়ে বেশ কিছু প্রকাশনা রয়েছে। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং আইন বিষ