জানুয়ারি ১৫, ২০২২ - Women Words

Day: জানুয়ারি ১৫, ২০২২

ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহবান স্পিকারের

ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহবান স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বাড়ানো ও এসবের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্মস্থলসহ পাবলিক প্লেসকেও সিসিটিভির আওতায় আনার অভিমত ব্যক্ত করেন স্পিকার। আজ শনিবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে করণীয় বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে পুরুষদের সংবেদনশীল ও সচেতন হতে হবে উল্লেখ করে তিনি বলেন, পরিবারের ছেলে সন্তানদের বাল্যকাল থেকে
শাবির ছাত্রীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার অভিযোগ

শাবির ছাত্রীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার অভিযোগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের বিক্ষোভ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে। তিন দফা দাবি ও বেগম সিরাজজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজাসহ প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে ছাত্রীরা এ আন্দোলন করছেন। আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীদের উপর এ হামলা চালায় ছাত্রলীগ। হামলায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত এবং হামলাকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে কয়েকজন ছাত্রী হেনস্তার শিকার হয়েছেন বলে জানা যায়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর ড. আলমগীর কবীর উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্র ও আন্দোলনকারীদের বরাতে জানা যায়, প্রক্টর শিক্ষার্থীদের এক পাশের রাস্তা ছেড়ে দিতে বললে ছাত্রীরা না না বলে প্রতিবাদ জানান। পরে একপর্যায়ে অ্যাম্বু