জুলাই ১৭, ২০২০ - Women Words

Day: জুলাই ১৭, ২০২০

গ্যাবনের প্রথম নারী প্রধানমন্ত্রী রাপোন্ডা

গ্যাবনের প্রথম নারী প্রধানমন্ত্রী রাপোন্ডা

গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো অন্ডিম্বা প্রধানমন্ত্রী হিসেবে ওসৌকা রাপোন্ডা নামের এক নারীকে নিয়োগ দিয়েছেন। ওসৌকার দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। ৫৬ বছরে রাপোন্ডা এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের জানুয়ারিতে নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী জুলিয়েন কোগের স্থলাভিষিক্ত হবেন তিনি। গ্যাবনের ইন্সটিটিউট অব ইকোনমি অ্যান্ড ফিন্যান্স থেকে স্নাতক পাস করা রাপোন্ডা সরকারি অর্থ বিশেষজ্ঞ। ২০১২ সালে তিনি প্রথম বাজেট মন্ত্রী হন। ২০১৪ সালে রাজধানী লিবরাভাইলের প্রথম নারী মেয়রের দায়িত্ব পালন করেন। এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রাপোন্ডার লক্ষ্যের মধ্যে থাকবে গ্যাবনের অর্থনীতিকে পুনরায় সচল করা এবং করোনা সংকটের প্রেক্ষিতে প্রয়োজনীয় সামাজিক সহযোগিতা নিশ্চিত করা। তেল নির্ভর অর্থনীতির দেশ গ্যাবন আন্তর্