জুলাই ১৩, ২০২০ - Women Words

Day: জুলাই ১৩, ২০২০

ম্যান্ডেলা কন্যা জিন্দাজি মারা গেছেন

ম্যান্ডেলা কন্যা জিন্দাজি মারা গেছেন

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কন্যা জিন্দাজি মেন্ডেলা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। তবে তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সংবাদমাধ্যম দ্য সানের এক খবরে এ কথা জানা গেছে। জানা যায়, গতকাল রবিবার (১২ জুলাই) রাতে তার মৃত্যু হয়েছে। তার ছেলে বাম্বাথা সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘স্লিপ ইন পিস মাদার।’ জিন্দজি কেপটাউন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়েন এবং এরপর তার বাবা-মায়ের মতই রাজনীতিতে নামেন। বাবা-মায়ের মত তিনিও ছিলেন একজন বর্ণবাদবিরোধী নেতা। ২০১৪ সাল থেকে তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন নেলসন ম্যান্ডেলার ষষ্ঠ সন্তান এবং কনিষ্ঠ কন্যা। তার মা ছিলেন উইনি ম্যান্ডেলা।
বাংলাদেশের সেঁজুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও পরামর্শক

বাংলাদেশের সেঁজুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও পরামর্শক

বাংলাদেশি অনুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ডের (টিআইএমবি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সিএইচআরএফের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেঁজুতির টিআইএমবির সদস্য হওয়ার এ খবর জানানো হয়। সেঁজুতি সাহা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) ঢাকার গবেষণাগারে নভেল করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের কাজে নেতৃত্ব দিয়েছেন। গত মে মাসে বাংলাদেশে সংক্রমণ ঘটানো নতুন করোনাভাইরাসের (সার্স সিওভি-২) জিনোম সিকোয়েন্স উন্মোচন করার ঘোষণা দেয় চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের বিজ্ঞানীরা। ওই দলের পুরোভাগে ছিলেন সেঁজুতি। এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে তরুণ এই বিজ্ঞানী সেদিন এক ফেইসবুক পোস্টে বলেন, “… এই প্রথম একজন বাংলাদেশিকে এমন একটি পদ দেওয়া হচ্ছে। আমি আমার সেরাটা দিয়েই আমাদের ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর (এলএমআইসি) পরিস্থিতি তুলে আ