জুলাই ৩০, ২০১৯ - Women Words

Day: জুলাই ৩০, ২০১৯

নাতিকে ধর্ষণ, দাদার কারাদণ্ড

নাতিকে ধর্ষণ, দাদার কারাদণ্ড

সিরাজগঞ্জ পৌর এলাকায় নাতনিকে ধর্ষণের দায়ে দাদাকে (৭০) সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আসামির উপস্থিতিতে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামির বাড়ি সিরাজগঞ্জের পৌর এলাকায়। আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি শেখ আবদুল হামিদ লাবলু জানান, আসামি তাঁর ছেলের পরিবারসহ একই বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালের ১৯ আগস্ট দুপুরে পাঁচ বছর বয়সী নাতনিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই ব্যক্তি। এ সময় শিশুটি কান্নাকাটি করে তার দাদার ঘর থেকে বের হয়ে এসে ঘটনাটি তার মাকে বলে। মা শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক পরীক্ষা করা হয়। এ ঘটনার পরের দিন শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মা
কক্সবাজারে গিয়ে ছয়দিন ধরে গৃহবধূ নিখোঁজ

কক্সবাজারে গিয়ে ছয়দিন ধরে গৃহবধূ নিখোঁজ

কক্সবাজারে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন তিনি। সেখান থেকে টেইলার্সে কাপড় আনতে গিয়ে ছয়দিন আগে নিখোঁজ হন নাঈমা কবির (২০) নামে এক গৃহবধূ। গত ২৩ জুলাই নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও তাকে না পেয়ে ২৮ জুলাই সন্ধ্যায় কক্সবাজার সদর থানায় জিডি করেছেন তার বাবা এ কে এম কবির। মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারে উৎকন্ঠায় দিন পার করছে পরিবার। নিখোঁজ নাঈমা কবির (২০) নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট এলাকার আবদুল করিমের স্ত্রী। তাদের সংসারে রুসাফা করিম (৩) নামে একটি কন্যা সন্তান রয়েছে। নাঈমার বাবা এ কে এম কবিরের স্থায়ী বাড়ি চাটখিলের বদলকোট হলেও চাকরির সুবাদে তিনি বিগত প্রায় একযুগ ধরে কক্সবাজার পৌরসভার কলাতলীর দক্ষিণ আদর্শগ্রাম এলাকায় বাস করছেন। জিডিতে এ কে এম কবিম উল্লেখ করেছেন, সম্প্রতি নোয়াখালীর শ্বশুরালয় থেকে কক্সবাজারে বেড়াতে আসে মেয়ে নাঈমা কবির। ২৩ জুলাই বেলা ১১টার দিকে কক্সবাজার শহরের বাজারঘাটা এলা
শিশুকে ধষর্ণ, কিশোর গ্রেপ্তার

শিশুকে ধষর্ণ, কিশোর গ্রেপ্তার

বরিশালের গৌরনদী উপজেলায় এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে শাওন হাওলাদার (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। অভিযুক্ত শাওন হাওলাদার উত্তর পালরদী এলাকার নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে ও সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। অন্যদিকে নির্যাতনের শিকার ওই শিশুটি উপজেলার উত্তর পালরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গৌরনদী থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মো. তৌহিদুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, শাওন হাওলাদার ও নির্যাতনের শিকার ওই শিশুর বাড়ি পাশাপাশি। রবিববার বিকেল সাড়ে ৪টার দিকে ওই শিশুকে ঘরে একা পেয়ে শাওন হাওলাদার তাকে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি বুঝতে পেরে শাওন হাওলাদারকে আসামি করে রবিবার রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন শিশুটির নানা। পুলিশ তাৎক্ষণিক দক্ষিণ পালরদী এলাকায় অভিযান চালিয়ে
গভীর রাতে বিক্ষোভে  জাবি ছাত্রীরা

গভীর রাতে বিক্ষোভে জাবি ছাত্রীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা হল প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের পদত্যাগের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে নয়টা থেকে হলের বাইরের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রীরা। এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের অসদাচরণের অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, গত রবিবার রাতে হলের আবাসিক শিক্ষকেরা ছাত্রীদেরকে হল থেকে বের করে দেয়ার হুমকি দেন। পাশাপাশি হলের রান্নাঘর বন্ধ করে দেয়ারও হুমকি দেয়া হয়। এছাড়া হলের ৪ জনের কক্ষে ৬ জন ছাত্রীকে থাকার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রীরা ৮ দফা দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ছাত্রীদের দাবিগুলো হলো- কোনো ছাত্রীর আসন বাতিল করা যাবে না এবং প্রতিকক্ষে চারজনে