বঙ্গমাতা গোল্ডকাপে জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের - Women Words

বঙ্গমাতা গোল্ডকাপে জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের উদ্বোধনী ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশের মেয়েরা। আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোল ব্যবধানে হারায় স্বাগতিকরা।

ছেলেদের ফুটবলে সংযুক্ত আরব আমিরাতের ধারে-কাছেও নেই বাংলাদেশ। তবে মেয়েদের বেলায় যেন তার ঠিক উল্টো। বাংলাদেশের মেয়েরাই যেন অনেক এগিয়ে আমিরাতের চেয়ে। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের উদ্বোধনী ম্যাচের উদ্বোধনী খেলা যারা দেখেছেন তারা তাতে দ্বিমত করবেন না।নিশ্চয়ই। মারিয়া-মৌসুমীরা জিতলেন সহজেই, ২-০ গোলে। তবে অজস্র গোল মিস না হলে ব্যবধানটা কত বড় হতো বলা মুশকিল!

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক বাংলাদেশ এগিয়ে যায় একাদশ মিনিটে। ডিফেন্ডার আঁখি খাতুনের থ্রু ধরে আমিরাতের গোলকিপারকে পরাস্ত করেন ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না (১-০)।

১৪ ও ১৭ মিনিটে পর পর দুটো সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিক দল। প্রথমে মিসরাত জাহান মৌসুমীর পাস থেকে পোস্টে শট নিতে ব্যর্থ হন ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। এরপর স্বপ্নার শট প্রতিহত হয় গোলকিপারের শরীরে লেগে।

তবে ৩০ মিনিটে হতাশ করেননি কৃষ্ণা। মনিকা চাকমার কর্নারে হেড করে ব্যবধান দ্বিগুণ করেছেন তিনি (২-০)।

এরপর শুরু বাংলাদেশের ব্যর্থতার গল্প। ৪০ মিনিটে ডিফেন্ডার শামসুন্নাহারের ক্রস থেকে মৌসুমীর প্লেসিং শট বাইরের জাল কাঁপিয়েছে। বিরতির ঠিক আগে আঁখির শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে আবার হতাশ করেছে লাল-সবুজ দলকে।

বিরতির পরও হতাশার বৃত্ত থেকে বেরোতে পারেনি বাংলাদেশ, একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ৫০ মিনিটে গোলকিপারকে একা পেয়েও স্বপ্না লক্ষ্যভেদ করতে পারেননি। ৭১ মিনিটে মার্জিয়ার ক্রসে কৃষ্ণা পারেননি মাথা ছোঁয়াতে। দুই মিনিট পর মার্জিয়ার শট ঠেকিয়ে দিয়েছেন গোলকিপার। আর ৮১ মিনিটে জটলার মধ্যে সাজেদার দুর্বল শট আমিরাতের এক ডিফেন্ডার গোললাইন থেকে ফিরিয়ে দিয়েছেন। তাই দুই গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের।

আগামী বুধবার ‘বি’ গ্রুপের পরের ম্যাচে আমিরাত মুখোমুখি হবে কিরগিজস্তানের। আর শুক্রবার বাংলাদেশ খেলবে কিরগিজস্তানের বিপক্ষে। ‘এ’ গ্রুপের তিনটি দল হলো মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস।

বাংলাদেশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), নার্গিস খাতুন, মনিকা চাকমা, সানজিদা খাতুন (মার্জিয়া), মিসরাত জাহান মৌসুমী, সিরাত জাহান স্বপ্না (সাজেদা খাতুন), কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্ডা (ইশরাত জাহান রত্না) ও আঁখি খাতুন।